Ziaur Rahman Bokul
প্রকাশ : শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০২:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জিপিএ-৫ ও পাসে মেয়েরা এগিয়ে

জিপিএ-৫ ও পাসে মেয়েরা এগিয়ে

২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে আবারও প্রমাণিত হলো : শিক্ষাগত সাফল্যে মেয়েরা ধারাবাহিকভাবে এগিয়ে। পাসের হার হোক কিংবা জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা, উভয় ক্ষেত্রেই ছাত্রদের পেছনে ফেলেছে ছাত্রীরা। গত এক দশকেরও বেশি সময় ধরে এ ধারা অব্যাহত রয়েছে, যা দেশের শিক্ষাক্ষেত্রে নারীর অগ্রযাত্রার শক্ত প্রমাণ হিসেবে দেখা হচ্ছে।


এ বছর মোট ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ছাত্রী ছিলেন ৬ লাখ ২৪ হাজার ২১৫ জন। এর মধ্যে পাস করেছেন ৩ লাখ ৯৩ হাজার ৯৬ জন, অর্থাৎ পাসের হার ৬২ দশমিক ৯৭ শতাংশ। অন্যদিকে, ৬ লাখ ১১ হাজার ৪৪৬ জন ছাত্রের মধ্যে পাস করেছে ৩ লাখ ৩৩ হাজার ৮৬৪ জন, যার হার ৫৪ দশমিক ৬০ শতাংশ। সেই হিসেবে পাসের হারে মেয়েরা ছেলেদের চেয়ে ৮ দশমিক ৩৭ শতাংশ এগিয়ে রয়েছে। 


শিক্ষা বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, এবার মোট জিপিএ-৫ পেয়েছে ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রী ৩৭ হাজার ৪৪ জন, আর ছাত্র ৩২ হাজার ৫৩ জন। অর্থাৎ ছেলেদের তুলনায় ৪ হাজার ৯৯১ জন বেশি ছাত্রী সর্বোচ্চ গ্রেড পয়েন্ট অর্জন করেছে। গত বছরও একই প্রবণতা দেখা গিয়েছিল, ২০২৪ সালে ছাত্রীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছিল ৮০ হাজার ৯৩৩ জন, আর ছাত্রদের ক্ষেত্রে সংখ্যা ছিল ৬৪ হাজার ৯৭৮ জন। এ ধারাবাহিকতা নতুন কিছু নয়। ২০২৩ সালেও মেয়েরা ছেলেদের তুলনায় জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে ছিল। সেবার ছাত্রীদের মধ্যে ৪৯ হাজার ৩৬৫ জন এবং ছাত্রদের মধ্যে ৪৩ হাজার ২৩০ জন পূর্ণাঙ্গ জিপিএ অর্জন করেছিল। অর্থাৎ তখনও ছাত্রীদের সংখ্যা ছিল ৬ হাজার ১৩৫ জন বেশি। 

পরিসংখ্যান বলছে, প্রতি বছরই মেয়েরা ছেলেদের চেয়ে ভালো ফল করছে, যা শিক্ষাব্যবস্থার সামাজিক পরিবর্তনের একটি ইতিবাচক প্রতিফলন। 

শিক্ষাবিদেরা বলছেন, মেয়েদের এ অগ্রগতি কেবল শিক্ষাগত অর্জন নয়, এটি সামাজিক পরিবর্তনের দিকনির্দেশও বটে। পরিবারের আগ্রহ, অভিভাবকদের সচেতনতা, বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি এবং শিক্ষায় প্রযুক্তির ব্যবহার, সব মিলিয়ে মেয়েরা এখন আগের চেয়ে অনেক বেশি মনোযোগী ও প্রতিযোগিতামূলক। তবে সামগ্রিকভাবে এ বছর ফল আশানুরূপ নয়। এবারের গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ, যা গত ২০ বছরের মধ্যে সর্বনিম্ন। 

গত বছর পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী। করোনা-পরবর্তী পূর্ণমান ও পূর্ণ সিলেবাসে ফেরার কারণে অনেক শিক্ষার্থী চ্যালেঞ্জের মুখে পড়ে, যা ফলাফলে প্রতিফলিত হয়েছে।


তবুও তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, শিক্ষাব্যবস্থার সংকটের মাঝেও মেয়েরা নিজেদের প্রস্তুতি ও মানসিক দৃঢ়তায় সাফল্যের ধারায় টিকে আছে। 

শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন, ‘ছাত্রীদের ফলাফল দেখাচ্ছে, তারা শুধু মনোযোগীই নয়, বরং কঠিন প্রতিযোগিতায়ও নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম।’ 

সবশেষে বলা যায়, এইচএসসি ফলাফলের মাধ্যমে মেয়েরা আবারও প্রমাণ করল, সীমাবদ্ধতা যতই থাকুক না কেন, ইচ্ছাশক্তি ও পরিশ্রমের জোরে তারা শিক্ষাক্ষেত্রে নেতৃত্ব ধরে রেখেছে। এটি কেবল শিক্ষাক্ষেত্রের নয়, বরং বাংলাদেশের সামাজিক অগ্রগতিরও এক অনুপ্রেরণার প্রতিচ্ছবি।


সকালবেলা/এমএইচ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নেতাকে গুলি করে হত্যা করল আপন চাচাতো ভাই

1

যে কারণে এইচএসসি পাসের ধস

2

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত, ১ নম্বর সতর্ক সংকে

3

নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা রুখে দিতে হবে: মির্জা ফখরুল

4

খালেদা জিয়ার শেষ যাত্রায় লাখো মানুষের অশ্রুসিক্ত ভালোবাসা

5

জাপানে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির সতর্কতা

6

ঢাকার মাথাপিছু আয় জাতীয় গড়ের প্রায় দ্বিগুণ: ডিসিসিআই

7

মাংস কিনতে বেরিয়ে ভূমিকম্পে রেলিং ভেঙে নিহত রাফি,মা হাসপাতা

8

টেকসই বেড়িবাঁধসহ সাত দফা দাবিতে সাতক্ষীরায় নারীদের মানববন্

9

গ্রাহকের আস্থা ও সমাজের প্রতি দায়বদ্ধতা নিয়ে নীলফামারীতে উৎপ

10

আপনাদের ভালোবাসা আমাদের শক্তি জুগিয়েছে, কৃতজ্ঞতার সঙ্গে আগাম

11

একইদিনে নির্বাচন ও গণভোট, রিট শুনতে অপারগতা প্রকাশ হাইকোর্টে

12

জকসুতে শীর্ষ তিন পদে জয় পেয়েছে শিবির

13

গাজা পুনর্গঠনে ইসরায়েল কি খরচ বহন করবে, জানতে চেয়ে চাকরি হার

14

ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নৌবাহিনী সদস্যসহ নিহত ৩

15

স্বাক্ষর জাল করে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক ক

16

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনায় অগ্রগতি

17

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন

18

সফল হতে হলে মামদানিকে ‘ওয়াশিংটনের প্রতি সম্মানজনক’ আচরণ করতে

19

ফ্যাসিস্টদের পক্ষে রাজনৈতিক নেতাদের সুপারিশে কষ্ট পাই : কিশো

20
সর্বশেষ সব খবর