সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘এবারের নির্বাচনে ইসলামপন্থি দলগুলোতে প্রার্থীদের সংখ্যা বড়ো আকারে বেড়েছে। মোট প্রার্থীর ৩৬ শতাংশেরও বেশি ইসলামপন্থি দলের। প্রতিবারের মতো এবারও নারী প্রার্থীদের অংশগ্রহণ ৫ শতাংশের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি বলেও জানান ইফতেখারুজ্জামান।আইনের মাধ্যমে ঋণ খেলাপিদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয়া হয়েছে অভিযোগ করে তিনি বলেন, ‘প্রার্থীদের মোট ঋণের পরিমাণ ১৮ হাজার ৮৬৮ কোটি টাকা। বিএনপির ৫৯ শতাংশ প্রার্থী আর জামায়াতের ২২ শতাংশ প্রার্থী ঋণগ্রস্ত।হলফনামায় সম্পদ গোপনের প্রবণতা থাকলেও তা যাচাইয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ব্যর্থ বলেও অভিযোগ করেন টিআইবির নির্বাহী পরিচালক। ক্ষমতা, অর্থ, পেশিশক্তি এবং ধর্মের কাছে রাজনীতি জিম্মি দশায় পরিণত হচ্ছে বলেও অভিযোগ তার।
এবারের নির্বাচনে ২১ জন প্রার্থী বিদেশি নাগরিকত্ব ত্যাগের ঘোষণা দিলেও, টিআইবির তথ্য অনুযায়ী অন্তত দুজন প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব রয়েছে। একইসঙ্গে হলফনামায় দাখিল করা প্রার্থীদের বেশ কয়েকজনের সম্পদ গোপনের বিষয়টিও তুলে ধরে টিআইবি।