Deleted
প্রকাশ : সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:২২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

হাদিকে হত্যাচেষ্টা: ৩ দিন পেরোলেও ধরা ছোঁয়ার বাইরে প্রধান অভিযুক্তরা

হাদিকে হত্যাচেষ্টা: ৩ দিন পেরোলেও ধরা ছোঁয়ার বাইরে প্রধান অভিযুক্তরা

আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় প্রধান দুই সন্দেহভাজনকে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা হলেন, ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন ওরফে আলমগীর শেখ। তিন দিন কেটে গেলেও প্রধান দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা যায়নি।

গত শুক্রবার মতিঝিল এলাকায় গণসংযোগ করে ফেরার পথে বেলা ২টা ২৪ মিনিটে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় ওসমান হাদিকে গুলি করা হয়। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাঁর অবস্থা অত্যন্ত সংকটজনক। 

গোয়েন্দা সূত্র বলছে, হাদিকে গুলি করেন ফয়সাল। আর ঘটনার সময় ফয়সালকে বহনকারী মোটরসাইকেলটি চালাচ্ছিল আলমগীর। 

একটি সূত্র বলছে, গুলির ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই ময়মনসিংহের হালুয়াঘাট-ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে তারা। যদিও পুলিশের আনুষ্ঠানিক ভাষ্য, তাদের দেশ ছাড়ার কোনো তথ্য পাওয়া যায়নি।

হাদি হত্যাচেষ্টার ঘটনায় পৃথক অভিযানে ছয়জনকে আটকের কথা গতকাল রোববার জানিয়েছে পুলিশ ও র‍্যাব। এর মধ্যে গুলির সময় ব্যবহৃত মোটরসাইকেলটির মালিক হিসেবে আবদুল হান্নান নামের একজনকে র‌্যাব-২ গ্রেপ্তার করেছে। গতকাল রোববার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। 

এ ছাড়া মূল অভিযুক্ত ফয়সালের স্বাক্ষর করা কিছু চেকবই, ইলেকট্রনিক ডিভাইসসহ সন্দেহভাজন তিনজনকে আটক করে র‍্যাব। তারা হলেন– ফয়সালের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু ও বান্ধবী মারিয়া। ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

এ ছাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে লোক পারাপারে জড়িত থাকার অভিযোগে শেরপুরের নালিতাবাড়ী থেকে আটক করা হয়েছে দুজনকে। তারা হলেন সিবিয়ন দিও ও সঞ্জয় চিসিম।
এদিকে, হাদিকে আজ সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়ার কথা জানিয়েছে সরকার। রোববার রাতে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, হাদিকে গুলি করা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান শুক্রবার রাত ২টার দিকে ময়মনসিংহের হালুয়াঘাট-ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতের মেঘালয়ে পালিয়ে যায় বলে তারা তথ্য পেয়েছেন। তার সঙ্গে আলমগীর হোসেন শেখও পালিয়েছে। 

ওই কর্মকর্তা জানান, গুলির ঘটনার আগের দিন বৃহস্পতিবার নরসিংদীতে ছিল ফয়সাল ও আলমগীর। শুক্রবার সকালে তারা উবার থেকে সারাদিনের জন্য ভাড়া করা প্রাইভেটকারে ঢাকায় আসে। দুপুর ১টার দিকে ফয়সাল ও আলমগীর মোটরসাইকেল নিয়ে পল্টন এলাকার দিকে যায়। সেখানে জুমার নামাজ আদায়ের পর হাদি জনসংযোগ করছিলেন। ফয়সাল ও আলমগীর তখন হাদির সঙ্গে ভিড়ে মিশে যায়; লিফলেটও বিতরণ করে। 

সিসিটিভি ফুটেজ অনুযায়ী, হাদি রিকশায় রওনা হওয়ার পর আলমগীর মোটরসাইকেলে পিছু নেয়। তার পেছনে বসে শুটার ফয়সাল। হাদিকে বহন করা রিকশাটি শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে বিজয়নগর বক্স কালভার্ট রোডে পৌঁছালে চলন্ত মোটরসাইকেল থেকে হাদির ডান কানের নিচে গুলি করে ফয়সাল। 

সূত্র বলছে, গুলির পর ফয়সালকে বহন করা মোটরসাইকেল পল্টন মোড় হয়ে হাইকোর্ট মৎস্য ভবন এলাকা পেরিয়ে তেজগাঁও আসে। সেখান থেকে উবারের ভাড়া করা গাড়িতে সাভার এলাকায় যায়। এরই মধ্যে সেই গাড়ির চালকের সন্ধান পেয়েছে পুলিশ। রাতে তারা আরেকটি গাড়িতে করে ময়মনসিংহের হালুয়াঘাট যায়। সেখানে দুই দালাল শুক্রবার রাত দেড়টা থেকে ২টার মধ্যে সীমান্ত পার করে দেয়। 

সঞ্জম চিসিম এবং সিবিয়ন দিওকে এরই মধ্যে হেফাজতে নিয়েছে পুলিশ। তাদের সঙ্গে যুক্ত আরেকজন পলাতক রয়েছেন। 

অপর একটি সূত্র বলছে, দুজনকে ভারতে পালাতে সহায়তার কথা স্বীকার করেছে সঞ্জয় ও সিবিয়ন। তবে তাদের দাবি, ফয়সাল ও আলমগীরের পরিচয় জানতেন না। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পে সারাদেশে নিহত ৫, আহত দুই শতাধিক

1

গ্রুপিং রাজনীতি: মাগুরা-২ আসনে ধানের শীষের ভরাডুবির শঙ্কা

2

হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছেন তারেক রহমান

3

কটিয়াদীতে সাংবাদিকে হুমকি বিএনপির নেতার বিরুদ্ধে থানায় অভি

4

চুরি করতে গিয়ে এক্সস্ট ফ্যানের ছিদ্রে আটকে গেলো চোর

5

চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ কার হাতে যাবে, জানা যাবে ৪ ডিসেম

6

মাদুরোকে রাখা হবে নিউইয়র্কের ডিটেনশন সেন্টারে

7

বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করতে না চাইলে গণতন্ত্র প্রতিষ্ঠা ক

8

ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নেই : ইসি সানাউল্ল

9

নিজেকে প্রায় অর্ধনগ্ন মনে হচ্ছিল : স্বরা ভাস্কর

10

বিশ্বজুড়ে ঘন ঘন ভূমিকম্প কি কিয়ামতের আলামত ?

11

রাবির ৩ শিক্ষক বরখাস্ত, দণ্ডিত ৫ শিক্ষার্থী

12

দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত

13

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিতের রিট খারিজ করলেন হাইকো

14

মিললো সুদানে ইউএন ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় শহীদ ৬ বাংলাদেশি

15

আল্লামা নুরুল হুদা ফয়জীর জানাযা সম্পন্ন, শায়িত হলেন পারিবারি

16

চলতি মাসের শেষের দিকে দেশে ফিরছেন তারেক রহমান: সালাহউদ্দিন আ

17

দেশে আসলো ২০২৬ বিশ্বকাপের ফুটবল ট্রফি

18

ছলচাতুরি করে ক্ষমতায় থাকার সুযোগ নেই: মান্না

19

একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই সরকারের প্রধান কর্তব্য :

20
সর্বশেষ সব খবর