বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ডায়াগনস্টিক সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি ইহসানুল ইসলাম ইহসানের নেতৃত্বে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ প্রচারণা চালায়। প্রচারণায় সমিতির নেতৃবৃন্দ অংশ নেন।
এ সময় ইহসানুল ইসলাম ইহসান বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ এবং জাতীয় পর্যায়ের অভিজ্ঞ নেতা। ঠাকুরগাঁওবাসীর উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে তার কোনো বিকল্প নেই। তিনি সাধারণ মানুষের অধিকার আদায়ে সবসময় সোচ্চার ভূমিকা রেখে চলেছেন।
প্রচারণাকালে ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন সমিতির নেতাকর্মীরা এবং বিএনপির নির্বাচনী বার্তা তুলে ধরেন। এ সময় ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।
সমিতির নেতারা জানান, গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তারা বিএনপির প্রার্থীকে সমর্থন করছেন এবং নির্বাচনের শেষ দিন পর্যন্ত মাঠে সক্রিয় থাকবেন।