Deleted
প্রকাশ : রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৭:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টাঙ্গাইল এখন 'মিছিলের শহর', মনোনয়ন ঘিরে সরব বিএনপি

টাঙ্গাইল এখন 'মিছিলের শহর', মনোনয়ন ঘিরে সরব বিএনপি

বিএনপির দলীয় মনোনয়নকে কেন্দ্র করে টাঙ্গাইল শহর বর্তমানে এক প্রাণচঞ্চল রাজনৈতিক কেন্দ্রে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই সকাল-বিকাল মিছিল, শোভাযাত্রা, পথসভা এবং মোটরসাইকেল শোডাউনে মুখরিত থাকছে পুরো শহর। রাস্তাঘাট, মোড়, দোকানের ছাউনি, এমনকি বাড়ির দেয়াল পর্যন্ত ছেয়ে গেছে ব্যানার, পোস্টার ও ফেস্টুনে। স্থানীয়দের মুখে এখন 'টাঙ্গাইল এখন মিছিলের শহর' কথাটি শোনা যাচ্ছে।

টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে প্রধানত তিন নেতার নাম শোনা যাচ্ছে: বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক ও যুবদলের সাবেক সভাপতি খন্দকার আহমেদুল হক সাতিল। এই তিন নেতার পক্ষেই প্রতিদিন শহরজুড়ে কর্মী-সমর্থকদের ব্যাপক শক্তি প্রদর্শন চলছে।

শহরের নিরালার মোড়, শহীদ স্মৃতি পৌর উদ্যান, প্রেসক্লাব চত্বর, পুরাতন বাসস্ট্যান্ড, কলেজপাড়া এবং জেলা সদর মসজিদ রোড এলাকাগুলো এখন পোস্টার ও ব্যানারে আচ্ছন্ন। প্রতি রাতে এক প্রার্থীর কর্মীরা পোস্টার লাগাচ্ছেন, সকালে অন্য প্রার্থীর সমর্থকরা নতুন পোস্টার সাঁটাচ্ছেন। মজার ছলে অনেকে বলছেন, "দেওয়ালই এখন ভোট চায়!" শহরে নিয়মিত মোটরসাইকেল মিছিল চলছে, যেখানে স্লোগান শোনা যায়, যেমন: 'টাঙ্গাইলের প্রিয় মুখ টুকু ভাই- ধানের শীষের টিকিট চাই', 'মাঠের নেতা ফরহাদ ভাই- ত্যাগী নেতার মনোনয়ন চাই', এবং 'যুবশক্তির বিকল্প নাই- সাতিল ভাইয়ের যোগ্য কেউ নাই'।

দলীয় মনোনয়ন নিয়ে টাঙ্গাইল বিএনপির রাজনীতিতে তিনটি শক্তিশালী শিবির স্পষ্ট। সুলতান সালাউদ্দিন টুকু, যিনি ছাত্রদলের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় জাতীয়তাবাদী যুব দলের সাবেক সভাপতি, জাতীয় রাজনীতিতে তাঁর পরিচিতি ও সাংগঠনিক অভিজ্ঞতা তাঁকে শক্ত অবস্থানে রেখেছে। তাঁর অনুসারীরা প্রতিদিন লিফলেট বিতরণ, দোয়া মাহফিল ও পথসভা আয়োজন করছেন। তাদের দাবি, জনবান্ধব ও কেন্দ্রীয় নেতৃত্বে অভিজ্ঞ হিসেবে টুকুই সদর আসনের যোগ্য প্রার্থী।

অন্যদিকে, অ্যাডভোকেট ফরহাদ ইকবাল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং দলের দীর্ঘদিনের পরীক্ষিত নেতা। ছাত্রজীবন থেকে জাতীয়তাবাদী রাজনীতির ধারক-বাহক এই নেতার পক্ষে শহরে ব্যাপক সাড়া দেখা যাচ্ছে। হামলা-মামলা ও নির্যাতন সহ্য করেও তিনি দলীয় কর্মসূচি থেকে সরে যাননি। তাঁর সমর্থকরা তাঁকে 'পরীক্ষিত ত্যাগী নেতা' হিসেবে দাবি করে মিছিল, গণসংযোগ করছেন। তাঁদের বিশ্বাস, এবার তিনিই দলের শীর্ষ নেতৃত্বের প্রথম পছন্দ হিসেবে মনোনয়ন পাবেন।

তৃতীয়ত, খন্দকার আহমেদুল হক সাতিল, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, তরুণদের মধ্যে জনপ্রিয়। তাঁর নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন শহরের নজর কেড়েছে। তাঁর সমর্থকরা তাঁকে 'তরুণ নেতৃত্বের প্রতীক' ও 'পরিবর্তনের কণ্ঠস্বর' হিসেবে তুলে ধরছেন।

শহর ও সদর উপজেলার প্রত্যন্ত অঞ্চল পোস্টার-ব্যানারে ছেয়ে আছে। চা-দোকানগুলোতে পছন্দের প্রার্থীর গান ও বক্তৃতার প্রচার চলছে। স্থানীয় দোকানদাররা ব্যবসার ক্ষতি হলেও রাজনীতির প্রতি সম্মান জানিয়েছেন, তবে রাস্তা আটকে কর্মসূচি পালনে সাধারণ মানুষের ভোগান্তির কঠোর সমালোচনা করেছেন। তাদের মতে, ব্যস্ত সড়কে এই ধরনের কর্মসূচিতে যানজট ও জনদুর্ভোগ বাড়ে।

নতুন ভোটারসহ তরুণ সমাজের অনেকেই এই রাজনৈতিক প্রতিযোগিতা দেখে শিহরণ অনুভব করছেন এবং আগ্রহ নিয়ে প্রার্থীদের কর্মসূচি বিশ্লেষণ করছেন।

দলীয় সূত্র জানায়, বিএনপি এখনও টাঙ্গাইল-৫ আসনে আনুষ্ঠানিক মনোনয়ন ঘোষণা করেনি। তবে প্রতিটি সম্ভাব্য প্রার্থী নিজেদের অবস্থান শক্ত করতে সর্বোচ্চ চেষ্টা করছেন। জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতারা নাম প্রকাশ না করার শর্তে জানান, কেন্দ্র যদি সঠিক ভারসাম্য রেখে প্রার্থী নির্বাচন করে, তবে এই আসনে দলের জয়ের সম্ভাবনা বাড়বে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই প্রাণবন্ত প্রতিযোগিতা সংগঠনের জন্য ইতিবাচক হলেও, প্রার্থীদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ভবিষ্যতে দলের অভ্যন্তরে বিভক্তির ঝুঁকি তৈরি করতে পারে।

টাঙ্গাইল জেলা নির্বাচন কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, পুলিশ ও নির্বাচন কমিশন উভয়ই প্রার্থীদের আচরণবিধি মেনে চলার বিষয়ে সতর্ক রয়েছে। টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, এবং প্রচারণা শান্তিপূর্ণ রাখতে নজরদারি বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, গত ৬ নভেম্বর কেন্দ্রীয় বিএনপির মহাসচিব টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনের মধ্যে সাতটিতে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করলেও, শুধুমাত্র টাঙ্গাইল-৫ (সদর) আসনে মনোনয়ন ঘোষণা বাকি ছিল। মনোনয়ন ঘোষণার মধ্য দিয়ে বোঝা যাবে, মিছিলের এই শহর শেষ পর্যন্ত কোন প্রার্থীর বিজয়ের হাসিতে মুখর হবে।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসন ভাগাভাগিতে এখনো জামায়াত-চরমোনাই দ্বন্দ্বে হয়নি সমঝোতা

1

চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশ পাঠাতে চাইলে ব্যবস্থা নেবে স

2

জাতির শত্রুরা প্রথম আলো-ডেইলি স্টার পুড়িয়েছে: মির্জা আব্বাস

3

দুর্নীতিতে ডুবু ডুবু কর্ণফুলী গ্যাস!

4

আফগানদের ভিসা দেওয়া বন্ধ করল যুক্তরাষ্ট্র

5

সিসিইউতে খালেদা জিয়া

6

‘প্রার্থিতা বাতিলের খবর গুজব’: আইনি লড়াই চালিয়ে যাবেন বগুড়া-

7

হারুনের আয়কর নথি জব্দের নির্দেশ

8

জুলাই গণহত্যা: হাসিনার মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

9

পিস্তল ঠেকিয়ে এতিমখানার ১২ গরু ডাকাতি, আহত ৮

10

শাহবাগ থেকে শুরু হলো ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

11

শেখ হাসিনার মৃত্যুদণ্ডকে ‘নরমালাইজ’ করতেই প্রথম আলোর এই জরিপ

12

ভূমিকম্পে যে নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা

13

হজে ছবি তোলা নিষিদ্ধের খবর সঠিক নয়

14

মিরপুরে ডিএনসিসি’র উচ্ছেদ অভিযানে বাধা ও ভাঙচুর, ম্যাজিস্ট্র

15

মনোনয়নপত্র বাতিল ও গ্রহণ: আজ থেকে ইসিতে করা যাবে আপিল

16

রাজধানীতে মা-মেয়েকে ছুরিকাঘাতে হত্যা: মামলার এজাহার থেকে যা

17

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওসমান হাদির অবস্থা এখনো সংকটজনক, কোনো

18

সরকারের হুঁশিয়ারি উপেক্ষা করে বাড়তি দরেই বিক্রি হচ্ছে সয়াবিন

19

ত্রয়োদশ সংসদ নির্বাচনে যেভাবে ভোট দেবেন প্রবাসীরা

20
সর্বশেষ সব খবর