Deleted
প্রকাশ : রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, দেশজুড়ে ছড়িয়ে পড়ার শঙ্কা

বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, দেশজুড়ে ছড়িয়ে পড়ার শঙ্কা

কবি ও সমাজকর্মী রেনে নিকোল গুড (৩৭) হত্যাকাণ্ডের ঘটনায় উত্তাল যুক্তরাষ্ট্র। কয়েকদিন ধরে চলা ওই বিক্ষোভ পুরো দেশে ছড়িয়ে পড়ার শঙ্কা জেগেছে। রাজধানী ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক সিটি, টেক্সাস, ফ্লোরিডাসহ বিভিন্ন অঙ্গরাজ্যে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে প্রতিবাদকারীরা।

রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার (৭ জানুয়ারি) রেনে নিকোল গুডের মৃত্যুর পর থেকেই মিনিয়াপোলিসে টানা বিক্ষোভ চলছে। শনিবার (১০ জানুয়ারি) সেখানে কয়েক হাজার মানুষ রাস্তায় নেমে আসে। এসময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষও বাধে।

জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, তীব্র ঠান্ডা ও ঝোড়ো হাওয়া উপেক্ষা করে রোববারও মিনিয়াপোলিসে বিক্ষোভে অংশ নেন কয়েক হাজার মানুষ। এসময় তারা আইসিই বিরোধী স্লোগান ও প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় দাঁড়ান।

রেনে গুডকে এক অভিবাসন কর্মকর্তা (আইসিই এজেন্ট) গুলি করে হত্যার ঘটনাকে কেন্দ্র করে এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এই ঘটনা আরও বড় প্রভাবক হয়েছে পোর্টল্যান্ডে বৃহস্পতিবার এক হাসপাতালের বাইরে সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে দুই ভেনেজুয়েলান অভিবাসী আহত হওয়ার পর।

বিক্ষোভাকারীদের মতে, আইসিই (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) সীমা লঙ্ঘন করেছে। তাই তারা দেশজুড়ে এক হাজারেরও বেশি ‘ICE Out For Good’ কর্মসূচি পালনের পরিকল্পনা করেছে।

বিবৃতিতে প্রতিবাদকারীরা বলেন, এই ঘটনাগুলো ফেডারেল অভিবাসন সংস্থাগুলোর ‘নিয়ন্ত্রণহীন সহিংসতা ও ক্ষমতার অপব্যবহারের ভয়াবহ ধারা’ প্রকাশ করছে। তাদের দাবি, শান্তিপূর্ণ ও আইনসম্মত কর্মসূচির মাধ্যমে নিহতের প্রতি শ্রদ্ধা জানানো এবং জবাবদিহি নিশ্চিত করাই তাদের লক্ষ্য। 

মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রে শনিবার বলেন, বিক্ষোভের ‘অধিকাংশই শান্তিপূর্ণ’ ছিল। তিনি গুডের মৃত্যুর আগে ও পরেও মিনিয়াপোলিস থেকে আইসিই সরিয়ে নেওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন। টেক্সাসের অস্টিনে আয়োজিত এক সমাবেশে কংগ্রেস সদস্য গ্রেগ ক্যাসার বলেন, ‘আমরা হতাশায় বসে থাকতে পারি না, কিছু না করে থাকা যাবে না।’

তিনি এসময় স্বরাষ্ট্র নিরাপত্তা দপ্তরের সচিব ক্রিস্টি নোয়েমের পদত্যাগ দাবি করেন। নোয়েম গুডকে গুলি করা আইসি এজেন্টের পক্ষে অবস্থান নিয়ে ঘটনাটিকে আত্মরক্ষামূলক পদক্ষেপ বলে মন্তব্য করেছিলেন। মার্কিন প্রশাসন বলছে, এই ঘটনাটি স্রেফ সময়ের প্রয়োজনে ঘটেছে। তাদের দাবি, আত্মরক্ষার কারণে ওই এজেন্ট রেনে গুডকে গুলি করেন। হোয়াইট হাউসের দাবি, তিনি একজন কর্মকর্তাকে গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার চেষ্টা করেছিলেন, তাই আত্মরক্ষার্থে গুলি চালানো হয়।

তবে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একজন অভিবাসন কর্মকর্তা খুব কাছ থেকে গুডকে তিনবার গুলি করেন। এসময় গুড সরে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু ওই কর্মকর্তা তার মৃত্যু নিশ্চিত করতেই গুলি ছোঁড়েন।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই অথর্ব নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ন

1

বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান, জানালেন শ্রদ্ধা

2

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

3

ফ্যাসিবাদকে আপনার ঘাড়ে চাপতে দিয়েন না: উপদেষ্টা আসিফের

4

নগদের সাবেক এমডি তানভীরসহ স্বার্থসংশ্লিষ্টদের ৭৪ ব্যাংক হিসা

5

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে নিরাপত্তার চাদরে বিমানবন্দর

6

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

7

রাজনীতির নতুন সমীকরণ: ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশ ও ভোটের মাঠের

8

বিবাহ বিচ্ছেদের পর হাউমাউ করে কেঁদেছিলেন ক্যাটরিনা

9

টেকনাফে ৩ মানবপাচারকারী আটক, উদ্ধার নারী-শিশুসহ ৭ জন

10

‘ধর্মের নামে রাজনীতি করে ভোটের বৈতরণী পার হতে চায় একটি দল’

11

পঞ্চগড়ে জেঁকে বসেছে তীব্র শীত, আরও কমবে তাপমাত্রা

12

ঘুষ দুর্নীতি অনিয়ম-ই পেশা!

13

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধান

14

মুন্সীগঞ্জে ৪৩ লক্ষ টাকার জাটকা জব্দ

15

আসন্ন নির্বাচনের প্রার্থিতা ঘোষণার ৪ ঘণ্টার মধ্যে বহিষ্কার

16

হজে ছবি তোলা নিষিদ্ধের খবর সঠিক নয়

17

বরিশাল-৫: ‘মানবতার ফেরিওয়ালা’ ডা. মনীষা চক্রবর্তীতে কাঁপছে হ

18

সাকিবের দুর্নীতির মামলায় প্রতিবেদন পেছাল ৪ মাস

19

ভারতে গোবর ও গোমূত্র দিয়ে ক্যানসারের ওষুধ তৈরির প্রকল্পে ব্য

20
সর্বশেষ সব খবর