স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও। ঠাকুরগাঁওয়ে জামায়াত নেতা আব্দুল মজিদ ও তার পরিবারকে হয়রানি এবং তাদের পৈতৃক সম্পদ দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারী) বিকালে ঠাকুরগাঁও শহরের একটি রেস্টুরেন্টে এ সংবাদ অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন ঠাকুরগাঁও সদর উপজেলা ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি ও গড়েয়া ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি মালানা আব্দুল মজিদ। তিনি বলেন, “ঠাকুরগাঁও সদর উপজেলার ১৩ নং গড়েয়া ইউনিয়নের গড়েয়া গোপালপুর গ্রামে পৈতৃক ভিটায় আমরা বহু বছর যাবৎ বসবাস করে আসছি। সেখানে পাকারাস্তা সংলগ্ন আমাদের মালিকানাধীন ২৪ শতক জমি (খতিয়ান-সিএস-৭৯০, এসএ-৮৬৭, খারিজ-২২৯৫, দাগ-৬৯৮৭-৮৮) ও তাতে অবস্থিত মার্কেটে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নজর পড়ে পাশর্^বর্তী আরাজী ঢাঁঙ্গীপুকুর গ্রামের মৃত আফাল উদ্দিনের পুত্র ও ১৩নং গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মজিবর রহমান (মাস্টার) এবং তার ছেলে গড়েয়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সহসভাপতি মোস্তাফিজুর রহমানের। তারা বিগত আওয়ামী লীগ সরকারের সময় থেকে জাল কাগজপত্র তৈরী করে আমাদের জমি ও মার্কেট দখলের পায়তারা করে আসছে। প্রতিবাদ করলে দলীয় প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি, গ্রেফতার করে কারাভোগ করানোসহ ও পরিবারের সদস্যদের ওপর জুলুম চালাতো।”
ভ‚ক্তভোগী পরিবারের পক্ষে মাওলানা আব্দুল মজিদ আরো বলেন, “সম্প্রতি আমরা আমাদের জমিতে অবস্থিত মার্কেটে সংস্কার কাজ শুরু করি। এতে ক্ষিপ্ত হয়ে পূর্বের ন্যায় ফ্যাসিবাদি কায়দায় আমাদের সম্পদ দখলের হুমকি দিতে থাকে মজিবর রহমান (মাস্টার) ও তার ক্যাডার বাহিনী। সেই সাথে আমার ও আমার পরিবারের বিরুদ্ধে জমি দখল, মার্কেট ভাংচুরের অভিযোগ এনে সম্প্রতি সংবাদ সম্মেলন করে মজিবর রহমান (মাস্টার)। সংবাদ সম্মেলনে আনিত অভিযোগ সমূহ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। আমি ও আমার পরিবার এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।