
নাগরিক ভাবনাঃ বিপন্ন ফুটবলে মেয়েদের সাফল্য-অ্যাডভোকেট আবু মহী উদ্দীন
বাংলাদেশের ফুটবলের এখন “স্বর্ণযুগ(?)”। ঢাকায় কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল ষ্টেডিয়ামে ফেডারেশন কাপে ফুটবল টুর্ণামেন্ট চলছে। পৃথিবীর আর কোন দেশে এ রকম ঘটনা ঘটেছে বলে প্রতিযোগিতার ইতিহাসে এমন তথ্য পাওয়া যায়না। বেলুন ফুলিয়ে রাখা হয়েছিল কর্তা ব্যক্তিরা আসবেন ছবির পোজ দিবেন , বেলুন উড়ানো যায়নি। জাতি সহ বিশ^বাসী প্রত্যক্ষ করছে উদ্বোধনী খেলায় ৪ দলের খেলা , ২ দল আসেনি। সুতরাং কোন ম্যাচই হয়নি। যাদের জন্য টুর্ণামেন্ট তারাই আসেনি। কর্তৃপক্ষ দৃঢ় মনোভাব পোষণ করেছেন। দল আসুক আর না আসুক টুর্নামেন্ট চলবে। বাফুফের বর্তমান কমিটি দেশের ফুটবলে কফিন ঠুকে দিয়েছে অনেক আগেই তারা আরো পেরেক ঠুকতে চায়। বাফুফের বর্তমান কমিটি সব দিক থেকেই রেকর্ড গড়েছে। তাদের কর্মকান্ড নিয়ে লিখতে আর ইচছা হয়না। কেননা কতো আর লেখা যায়। ছেলেদের ফুটবল বিলুপ্তপ্রায় প্রজাতির পর্যায়ে রয়েছে। এই নের্তৃত্বের হাতে দেশের ফুটবলের উন্নয়নের...