মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১১:২৫ অপরাহ্ন

News Headline :
ভারতে চিকিৎসা সেবায় সুযোগ সুবিধা প্রদানে যৌথ সভা  অবৈধভাবে চাল মজুদ রাখার অভিযােগে আবারো মিল মালিককে জরিমানা উন্নত মানের কম্বল পেয়ে খুশি দরিদ্র মানুষেরা এক হাজার দরিদ্র মানুষকে শীতবস্ত্র প্রদান করলেন বিজিএমিইএ’র সভাপতি প্রশাসনে বদলীর নির্দেশনায় ঠাকুরগাঁওয়ের চার ওসি, দুই ইউএনও জনপ্রিয় নেতা আলী আসলাম জুয়েলকে নৌকার মাঝি হিসেবে পেতে মড়িয়া ভোটাররা তারেক পাকিস্তান থেকে লোক পাঠিয়ে নৈরাজ্য চালাচ্ছে শান্তি সমাবেশে -যুবলীগ নেতা জুয়েল ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্য সচেতনতায় ফ্রি ডেন্টাল ক্যাম্পেইন টাকার অভাবে চিকিৎসা বন্ধ সাংবাদিক আইনুলের লজ্জা থাকলে আ’লীগে যোগ দিন বিএনপির উদ্দেশ্যে যুবলীগ নেতা-আলী আসলাম জুয়েল

এক হাজার দরিদ্র মানুষকে শীতবস্ত্র প্রদান করলেন বিজিএমিইএ’র সভাপতি

স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও। ঠাকুরগাঁওয়ের এক হাজার দরিদ্র মানুষকে শীতবস্ত্র (কম্বল) তুলে দিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমিইএ’র সভাপতি ফারুক হাসান।
তিনি রোববার (১৪ জানুয়ারী) বিকেলে জেলা সদরের শফিউদ্দীন আহমেদ ফাউন্ডেশন (সেফ) ও মানবিক সাহায্য সংস্থা (এমএসএস) নামে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে উপস্থিত হয়ে এসব শীত বস্ত্র তুলে দেন তিনি।
এ সময় তিনি এই অঞ্চলের মানুষের আরো কর্মসংস্থানের জন্য বাংলাদেশের পোশাকশিল্পে যুক্ত করা হবে বলে আশস্ত করেন।
অনুস্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএমিইএ’র সভাপতির সহধর্মিনী শারমিন হাসান তিথি, সেফ এর পরিচালক মোকলেসুর রহমান রাজু, ম্যানেজার রাজিউন হাসানসহ অনেকে।

 

Please Share This Post in Your Social Media

© News Net 24 BD All rights reserved 2019
Design & Developed BY Hostitbd.Com