Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নওগাঁয় অবৈধভাবে বালু উত্তোলন: স্তূপ জব্দ করে নিলামে বিক্রি

নওগাঁয় অবৈধভাবে বালু উত্তোলন: স্তূপ জব্দ করে নিলামে বিক্রি

মাহবুবুজ্জামান সেতু, স্টাফ রিপোর্টার: নওগাঁর মান্দা উপজেলায় আত্রাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে মজুত রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি বালুর স্তূপ জব্দ করা হয়েছে। 

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের জোঁকাহাট সংলগ্ন চকবালু আমিনগঞ্জ এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ। 

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় কিছু প্রভাবশালী ব্যক্তি ও রাজনৈতিক নেতাকর্মী প্রশাসনের অনুমতি ছাড়াই অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ওই এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানের সময় আত্রাই নদী থেকে অবৈধভাবে উত্তোলিত বালু স্তূপ করে রাখা হলেও প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা আগেই সটকে পড়ে। ঘটনাস্থলে কাউকে পাওয়া না গেলেও বালুর স্তূপ দুটি জব্দ করে স্থানীয়ভাবে বাজারমূল্য নির্ধারণ করা হয়। জব্দকৃত বালুর সম্ভাব্য বাজারমূল্য প্রায় ৬৩ হাজার ৭৭০ টাকা ধরা হয়। পরবর্তীতে ঘটনাস্থলেই তাৎক্ষণিকভাবে প্রকাশ্যে নিলামের আয়োজন করা হয়।

নিলাম প্রক্রিয়ায় অংশ নিতে বিডি জমা প্রদানের মাধ্যমে মোট ২১ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এদের মধ্যে উপজেলার নূরুল্যাবাদ ইউনিয়নের জোতবাজার এলাকার মৃত তছির উদ্দিনের ছেলে আব্দুস সালাম সর্বোচ্চ ৭১ হাজার টাকা দর প্রদান করে নিলামে জয়ী হন। নিয়ম অনুযায়ী সরকারি ভ্যাট, আয়কর ও প্রস্তাবিত মূল্য পরিশোধ সাপেক্ষে তাকে বালুগুলো সরিয়ে নেওয়ার অনুমতি প্রদান করা হবে বলে সংশ্লিষ্ট দপ্তর থেকে জানানো হয়েছে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ বলেন, সরকারি অনুমতি বা ইজারা ছাড়া নদী থেকে বালু উত্তোলন করা সম্পূর্ণ অবৈধ ও আইনত দণ্ডনীয় অপরাধ। এই ধরনের বেআইনি কর্মকাণ্ডের ফলে পরিবেশ ও জনপদের ব্যাপক ক্ষতি হয়। তিনি আরও জানান, আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর এবং জনস্বার্থে এ ধরনের নিয়মিত অভিযান ও নজরদারি আগামীতেও অব্যাহত রাখা হবে।

আর.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহফিলে বয়ানরত অবস্থায় স্ট্রোক করে প্রাণ হারালেন বক্তা

1

সুদানে কি ঘটছে এবং কারা এ হত্যাযজ্ঞ চালাচ্ছে?

2

ভোট চাইলেন 'মিস ইন্টারন্যাশনাল' প্রতিযোগি জেসিয়া

3

একটানা তৃতীয়বারের মতো কমল স্বর্ণের দাম

4

হাসিনার আস্থা না থাকায় মামলায় লড়বেন না পান্না

5

ব্যাংকে ২৬ লাখ টাকার সোনা রেখেছেন হাসনাত আবদুল্লাহ

6

‘নারী নিরাপদ না হলে বাংলাদেশ অদম্য নয়’—জন্মদিনে তারেক রহমানে

7

আজ দেশের ৩ এলাকার বাতাস ‘দুর্যোগপূর্ণ’

8

আল্লামা নুরুল হুদা ফয়জীর জানাযা সম্পন্ন, শায়িত হলেন পারিবারি

9

ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’-এ রূপ নিয়েছে গভীর নিম্নচাপ, জানুন অবস্থান

10

ইসরাইল-ফিলিস্তিন সংঘাত; দ্বিরাষ্ট্র গঠনই সমাধানের একমাত্র পথ

11

যবিপ্রবিতে ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

12

একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই সরকারের প্রধান কর্তব্য :

13

দুই গ্রুপের সংঘর্ষে নিহত-১ , বিএনপি অফিস ভাঙচুর ও জিয়া-খালেদ

14

৫ মিনিটের ব্যবধানে সিলেটে দুইবার ভূমিকম্প অনুভূত

15

কিশোরগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বামীসহ আটক ২

16

যুক্তরাষ্ট্র-ইসরাইলের হস্তক্ষেপে সহিংস হয়েছে জনগণের শান্তিপ

17

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা ‘জুলাই

18

অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে প্রাথমিকের শিক্ষকরা

19

ফজলুর রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দে

20
সর্বশেষ সব খবর