বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৮:২১ পূর্বাহ্ন

News Headline :
ভারতে চিকিৎসা সেবায় সুযোগ সুবিধা প্রদানে যৌথ সভা  অবৈধভাবে চাল মজুদ রাখার অভিযােগে আবারো মিল মালিককে জরিমানা উন্নত মানের কম্বল পেয়ে খুশি দরিদ্র মানুষেরা এক হাজার দরিদ্র মানুষকে শীতবস্ত্র প্রদান করলেন বিজিএমিইএ’র সভাপতি প্রশাসনে বদলীর নির্দেশনায় ঠাকুরগাঁওয়ের চার ওসি, দুই ইউএনও জনপ্রিয় নেতা আলী আসলাম জুয়েলকে নৌকার মাঝি হিসেবে পেতে মড়িয়া ভোটাররা তারেক পাকিস্তান থেকে লোক পাঠিয়ে নৈরাজ্য চালাচ্ছে শান্তি সমাবেশে -যুবলীগ নেতা জুয়েল ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্য সচেতনতায় ফ্রি ডেন্টাল ক্যাম্পেইন টাকার অভাবে চিকিৎসা বন্ধ সাংবাদিক আইনুলের লজ্জা থাকলে আ’লীগে যোগ দিন বিএনপির উদ্দেশ্যে যুবলীগ নেতা-আলী আসলাম জুয়েল

লকডাউনে পুলিশকে বিচারিক ক্ষমতা দেয়া মানে হয়রানি বাড়বে -মির্জা ফখরুল

নিউজ ডেস্কঃ বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার করোনাকে আন্তরিকভাবে নিয়ন্ত্রন করবার ও প্রতিরোধে কোন ইচ্ছাই নেই। সুবিধা নেয়াসহ হাসপাতালগুলোতে দূর্নীতির একটি বিরাট সুযোগ সৃস্টি হয়। প্রধাণমন্ত্রীর ঘোষনাকৃত প্রণোদনার টাকা লুটপাট করে খায়। আমরা বলার পরেও অন্যান্য রাজনৈতিকদলসহ কাউকে সম্পৃক্তের চিন্তাও করেনি। তা করলে সচেতনতা সৃস্টি করা সহজ হতো।
পুলিশকে বিচারিক ক্ষমতা দেয়া এই করোনার জন্য এটা হচ্ছে আরেকটা বুমেরাং হবে। পুলিশ কি করবে আমরা জানি। মাঝখান থেকে যা হবে দেশের জনগনের হয়রানি আরো বাড়বে। সাধারণ মানুষের হয়রানি আরো বাড়বে। মানুষ খেতে পারছে না। তাদের বলা হচ্ছে ঘরে বসে থাকো। বসে থাকবে তবে সেই ব্যবস্থা নিতে হবে।
এছাড়া তিনি আরো বলেন, সরকারের উদাসীনতা, অঙ্গতা, দূর্নীতিগ্রস্ত। সরকারের কখনোই করোনা নিয়ন্ত্রনে ব্যবস্থা গ্রহন করেনি। লাকডাউনের সুযোগে তারা ক্রাকডাউন করছে।
তিনি আজ সোমবার সকালে ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময় কালে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। এসময় জেলা বিএনপি’র শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© News Net 24 BD All rights reserved 2019
Design & Developed BY Hostitbd.Com