মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৭:২০ অপরাহ্ন

News Headline :
ভারতে চিকিৎসা সেবায় সুযোগ সুবিধা প্রদানে যৌথ সভা  অবৈধভাবে চাল মজুদ রাখার অভিযােগে আবারো মিল মালিককে জরিমানা উন্নত মানের কম্বল পেয়ে খুশি দরিদ্র মানুষেরা এক হাজার দরিদ্র মানুষকে শীতবস্ত্র প্রদান করলেন বিজিএমিইএ’র সভাপতি প্রশাসনে বদলীর নির্দেশনায় ঠাকুরগাঁওয়ের চার ওসি, দুই ইউএনও জনপ্রিয় নেতা আলী আসলাম জুয়েলকে নৌকার মাঝি হিসেবে পেতে মড়িয়া ভোটাররা তারেক পাকিস্তান থেকে লোক পাঠিয়ে নৈরাজ্য চালাচ্ছে শান্তি সমাবেশে -যুবলীগ নেতা জুয়েল ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্য সচেতনতায় ফ্রি ডেন্টাল ক্যাম্পেইন টাকার অভাবে চিকিৎসা বন্ধ সাংবাদিক আইনুলের লজ্জা থাকলে আ’লীগে যোগ দিন বিএনপির উদ্দেশ্যে যুবলীগ নেতা-আলী আসলাম জুয়েল

জাপা হবে মানুষের আস্থার রাজনৈতিক শক্তি : জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, দেশের মানুষ জাতীয় পার্টিকে আগামী দিনের দেশ পরিচালনার দায়িত্ব দিতে পারে। দেশের রাজনৈতিক শূন্যতা পূরণে যে কটি রাজনৈতিক শক্তি আছে, এর মধ্যে জাতীয় পার্টি অন্যতম।
তিনি বলেন, আমরা বিজয়ের জন্য রাজনীতি করি। তাই দলকে আরো শক্তিশালী করতে হবে। আমরা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্ন বাস্তবায়নে রাজনীতি করছি।
বৃহস্পতিবার রাজধানীর বানানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা জাতীয় পার্টির চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় জাপা চেয়ারম্যান আগত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তৃতা করেন।
তিনি বলেন, জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করতে হবে। সাধারণ মানুষের মাঝে জাতীয় পার্টিকে আস্থার রাজনৈতিক শক্তিতে পরিণত করা হবে। মানুষের প্রত্যাশা অনুযায়ী কর্মসূচি দিয়ে জাতীয় পার্টি সাধারণ মানুষের আস্থা অর্জন করবে।
তিনি আরো বলেন, সাধারণ মানুষ এখন জাতীয় পার্টির খোঁজ রাখেন। জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে দেশবাসী। আমরা সাধারণ মানুষের আস্থা নিয়ে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের প্রাদেশিক সরকার ব্যবস্থা প্রবর্তন করবো, বেকারত্ব দূর করবো, উপজেলা পরিষদকে আরো শক্তিশালী করবো, তৃণমূল পর্যায়ে বিচারব্যবস্থা বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষকে আইনি সহায়তা দেয়া হবে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, যাদের শ্রম ও ঘামে জাতীয় পার্টি প্রতিষ্ঠিত হয়েছে, আমরা তাদের অবদান কখনোই অস্বীকার করবো না।
তিনি বলেন, দলকে আরো সুপ্রতিষ্ঠিত করতে ত্যাগী নেতাকর্মীদের আরো অবদান রাখতে হবে। এসময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, ভাইস চেয়ারম্যান জহুরুল আলম রুবেল, আদেলুর রহমান আদেল এমপি, যুগ্ম মহাসচিব সুলতান আহমেদ সেলিম, যুগ্ম দফতর সম্পাদক এম.এ. রাজ্জাক খান, কেন্দ্রীয় নেতা- মো. ফারুক শেঠ, জয়নাল আবেদিন। মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির কমিটি অনুমোদন
মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির ১১১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি। কমিটিতে সৈয়দ সাহাবউদ্দিন আহমেদকে সভাপতি এবং হাজি মো. কামাল হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির নবনির্বাচিত নেতারা পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি অ্যাডভোকেট আফজাল হোসেন, লুৎফুল হক, দরুর আলী এবং সাংগঠনিক সম্পাদক মহিবুল কাদের চৌধুরী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© News Net 24 BD All rights reserved 2019
Design & Developed BY Hostitbd.Com