শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:১৩ পূর্বাহ্ন

News Headline :
ভারতে চিকিৎসা সেবায় সুযোগ সুবিধা প্রদানে যৌথ সভা  অবৈধভাবে চাল মজুদ রাখার অভিযােগে আবারো মিল মালিককে জরিমানা উন্নত মানের কম্বল পেয়ে খুশি দরিদ্র মানুষেরা এক হাজার দরিদ্র মানুষকে শীতবস্ত্র প্রদান করলেন বিজিএমিইএ’র সভাপতি প্রশাসনে বদলীর নির্দেশনায় ঠাকুরগাঁওয়ের চার ওসি, দুই ইউএনও জনপ্রিয় নেতা আলী আসলাম জুয়েলকে নৌকার মাঝি হিসেবে পেতে মড়িয়া ভোটাররা তারেক পাকিস্তান থেকে লোক পাঠিয়ে নৈরাজ্য চালাচ্ছে শান্তি সমাবেশে -যুবলীগ নেতা জুয়েল ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্য সচেতনতায় ফ্রি ডেন্টাল ক্যাম্পেইন টাকার অভাবে চিকিৎসা বন্ধ সাংবাদিক আইনুলের লজ্জা থাকলে আ’লীগে যোগ দিন বিএনপির উদ্দেশ্যে যুবলীগ নেতা-আলী আসলাম জুয়েল

চারশতাধিক মানুষকে লেপ দিল ঠাকুরগাঁওয়ের সংগঠন সহায়

স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও। অগ্নিকাণ্ডে মাদ্রাসায় পুরে যাওয়ায় সব হারানো এতিম শিশুদের শীত নিবারনে ও স্থানীয় অসহায় ও পরিবারের মাঝে চার শতাধিক লেপ বিতরণ করেছে ঠাকুরগাঁয়ের স্বেচ্ছাসেবী সংগঠন সহায়।
আজ বুধবার (২৫ জানুয়ারি) সকালে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোঃ সামসুজ্জামান, সহায় সংগঠনের উপদেষ্টা সত্য প্রসাদ ঘোষ,মোস্তাক আলম টুলু, ডাঃ শুভেন্দু দেবনাথ,কাজল রহমান, সভাপতি সুজন খাঁন, সহ-সভাপতি জিয়াউর রহমান বকুল, সাধারণ সম্পাদক আরাফাত হোসেন সাগরসহ সদস্য অনেকে উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, ঠাকুরগাঁওয়ের স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে সহায় (জুলুমবস্তি) শীর্ষে অবস্থান করছে। তাদের সংগঠন সব সময় অসহায় দরিদ্র মানুষের কথা চিন্তা করে ভালো কিছু উপহার দেয়ার মন মানসিকতা রাখে। উত্তরের এ জেলায় কনকনে শীতে মানুষের কষ্ট লাঘবে স্থানীয়দের যেমন লেপ দিয়ে সহায়তা করছেন তেমনি গেল কয়েকদিন আগে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের আরাজী মিলনপুর বাজার এলাকার “আশরাফুল উলুম কওমি মাদ্রাসায়” আগুন লেগে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। তাই তাদের কথা চিন্তা করে বন্ধু ৯১ এর সদস্যদের অর্থায়নে অর্ধশত এতিম শিশুদেরকে লেপ দেয়া হয় সহায় সংগঠনটির উদ্যোগে।
এছাড়া সংগঠনটি ২০১৮ সাল থেকে যাত্রার পর করোনাকালিন সময়ে অর্ধেক দামে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মাসব্যাপি বাজার ব্যবস্থাপনা, করোনায় আক্রান্ত মানুষকে অক্সিজেন সিলিন্ডার প্রদান, গবাদি পশু ও হুইল চেয়ার বিতরণ, রক্তদান কর্মসূচি,দিনরাতি বিনামূল্যে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষাসহ প্রতিবছর শীতবস্ত্র বিতরণ করার পামাপাশি নানা স্বেচ্ছাসেবী কার্যক্রম করে আসছে সংগঠনটি। আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংগঠনের নেতারা।

Please Share This Post in Your Social Media

© News Net 24 BD All rights reserved 2019
Design & Developed BY Hostitbd.Com