মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৬:৩৫ পূর্বাহ্ন

News Headline :
ভারতে চিকিৎসা সেবায় সুযোগ সুবিধা প্রদানে যৌথ সভা  অবৈধভাবে চাল মজুদ রাখার অভিযােগে আবারো মিল মালিককে জরিমানা উন্নত মানের কম্বল পেয়ে খুশি দরিদ্র মানুষেরা এক হাজার দরিদ্র মানুষকে শীতবস্ত্র প্রদান করলেন বিজিএমিইএ’র সভাপতি প্রশাসনে বদলীর নির্দেশনায় ঠাকুরগাঁওয়ের চার ওসি, দুই ইউএনও জনপ্রিয় নেতা আলী আসলাম জুয়েলকে নৌকার মাঝি হিসেবে পেতে মড়িয়া ভোটাররা তারেক পাকিস্তান থেকে লোক পাঠিয়ে নৈরাজ্য চালাচ্ছে শান্তি সমাবেশে -যুবলীগ নেতা জুয়েল ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্য সচেতনতায় ফ্রি ডেন্টাল ক্যাম্পেইন টাকার অভাবে চিকিৎসা বন্ধ সাংবাদিক আইনুলের লজ্জা থাকলে আ’লীগে যোগ দিন বিএনপির উদ্দেশ্যে যুবলীগ নেতা-আলী আসলাম জুয়েল

ইতালীতে স্বদেশ বিদেশ পাঠক ফোরাম এর অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জাকির হোসেন সুমন , ব্যুরো চীফ ইউরোপ : মাদকের বিরুদ্ধে অবিরাম প্রতিবাদ এই শ্লোগানকে সামনে রেখে এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ সোশ্যাল এন্ড কালচারাল এসোসিয়েশান এর সহযোগিতায়
ইতালীর মনফালকনে স্বদেশ বিদেশ পাঠক ফোরাম এর অভিষেক সচেতনতা মূলক আলোচনা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল শনিবার স্থানীয় একটি হলরুমে আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে।স্বদেশ বিদেশ পাঠক ফোরাম মনফালকনে এর সভাপতি জনাব জিয়াউর রহমান খান সােহেল এর সভাপতিত্বে দেওয়ান মজনু ও মােজাম্মেল আলম দিপুর যৌথ পরিচালনায়, অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন স্বদেশ বিদেশ এর সম্পাদক জনাব ইকবাল হােসেন । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শফিকুল ইসলাম( মাজহারুল ), স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব ফরিদুল ইসলাম আনিস এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক জনাব ,খন্দকার তােফাজ্জল হােসেন তপন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন গরিঝিয়া মনফালকনে শাখার সভাপতি মােবারক হােসেন, বাংলাদেশ এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম মােস্তাক, মামুন আল রশিদ, শামসুল হক, মােঃ জনি মিয়া।
সন্মানীত অতিথি হিসেবে উপস্হিত
ছিলেন গােলাম আজম , হুমায়ুন মিয়া, রেনু মিয়া, শেখ মোঃ গোলাম কিবরিয়া, বাচ্চু মিয়া,ফরিদ আহমেদ, সিরাজুল হক ভূঞাঁ টেনিস, আবুল হােসেন পাপ্পু, জামাল মিয়া, হামীম হােসাইন, মিয়া জাবেদ, জসিম উদ্দিন,ভেনিস এর বিশিষ্ট ব্যবসায়ী ও ভেনিস ভৈরব সমিতির সভাপতি সোলায়মান হোসেন সহ আরো অনেকে। আলোচনা শেষে সংগীত পরিবেশন করেন লন্ডন থেকে আগত কন্ঠ শিল্পী শতাব্দী,লাবনি বরুয়া,ভেনিস থেকে আগত শাকিল তাছাড়াও স্থানীয় শিল্পীদের মধ্যে সাগর,বাপ্পি, সুমন সোহেল, আফতাব সামী।নৃত্য পরিবেশনকরেন ছোট্ট মনি চাহাত।তাছাও আরমান খান এর রচনা পরিচালনায় জন সচেতনামূলক নাটিকা নানা চরিত্রে আরমান খান নাতি চরিত্রে শুভ অভিনয় করেন।অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন যমুনা টেলিভিশন , বাংলা ভিশন, ডিবিসি নিউজ ,দৈনিক কালের কন্ঠ,ইউরো বাংলা টেলিভিশন ,এম কে টিভি, হেমন্ত টিভি, প্রাইম টিভি, ৭১ টিভি , এবি টিভি।অনুষ্ঠানটি স্পন্সর করেছেন পুন্ত ইন্টারনেট,রিয়া ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার, Oriental Shop, On Time Resturent,Alifa Mini Market,Iqra Alimentary, Zaker Alimentary,Juma snc.অনুষ্ঠানটি বিপুল দর্শকের উপস্থিতি সকলের প্রানবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

© News Net 24 BD All rights reserved 2019
Design & Developed BY Hostitbd.Com