রবিবার, ১৯ মে ২০২৪, ১১:৪২ পূর্বাহ্ন

News Headline :
ভারতে চিকিৎসা সেবায় সুযোগ সুবিধা প্রদানে যৌথ সভা  অবৈধভাবে চাল মজুদ রাখার অভিযােগে আবারো মিল মালিককে জরিমানা উন্নত মানের কম্বল পেয়ে খুশি দরিদ্র মানুষেরা এক হাজার দরিদ্র মানুষকে শীতবস্ত্র প্রদান করলেন বিজিএমিইএ’র সভাপতি প্রশাসনে বদলীর নির্দেশনায় ঠাকুরগাঁওয়ের চার ওসি, দুই ইউএনও জনপ্রিয় নেতা আলী আসলাম জুয়েলকে নৌকার মাঝি হিসেবে পেতে মড়িয়া ভোটাররা তারেক পাকিস্তান থেকে লোক পাঠিয়ে নৈরাজ্য চালাচ্ছে শান্তি সমাবেশে -যুবলীগ নেতা জুয়েল ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্য সচেতনতায় ফ্রি ডেন্টাল ক্যাম্পেইন টাকার অভাবে চিকিৎসা বন্ধ সাংবাদিক আইনুলের লজ্জা থাকলে আ’লীগে যোগ দিন বিএনপির উদ্দেশ্যে যুবলীগ নেতা-আলী আসলাম জুয়েল

আসন্ন শারদীয় দূর্গাৎসবে চেয়ারম্যানের শুভেচ্ছা

নিউজ ডেক্সঃ দুর্গাপূজা বা দুর্গোৎসব হল হিন্দু দেবী দুর্গার পূজাকে কেন্দ্র করে প্রচলিত একটি উৎসব। দুর্গাপূজা সমগ্র হিন্দুসমাজেই প্রচলিত। তবে বাঙালি হিন্দু সমাজে এটি অন্যতম বিশেষ ধর্মীয় ও সামাজিক উৎসব। আশ্বিন বা চৈত্র মাসের শুক্লপক্ষে দুর্গাপূজা করা হয়। আশ্বিন মাসের দুর্গাপূজা শারদীয়া দুর্গাপূজা এবং চৈত্র মাসের দুর্গাপূজা বাসন্তী দুর্গাপূজা নামে পরিচিত। শারদীয়া দুর্গাপূজার জনপ্রিয়তা বেশি। বাসন্তী দুর্গাপূজা মূলত কয়েকটি পরিবারের মধ্যে সীমাবদ্ধ।

দুর্গাপূজা

দুর্গাপূজা ভারত, বাংলাদেশনেপাল সহ ভারতীয় উপমহাদেশ ও বিশ্বের একাধিক রাষ্ট্রে পালিত হয়ে থাকে। তবে বাঙালি হিন্দু সমাজের প্রধান ধর্মীয় উৎসব হওয়ার দরুন ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরাঝাড়খণ্ড রাজ্যে ও বাংলাদেশে দুর্গাপূজা বিশেষ জাঁকজমকের সঙ্গে পালিত হয়। এমনকি ভারতের অসম,বিহার, ঝাড়খণ্ড,মণিপুর এবংওড়িশা রাজ্যেও দুর্গাপূজা মহাসমারোহে পালিত হয়ে থাকে। ভারতের অন্যান্য রাজ্যে প্রবাসী বাঙালি ও স্থানীয় জনসাধারণ নিজ নিজ প্রথামাফিক শারদীয়া দুর্গাপূজা ও নবরাত্রি উৎসব পালন করে। এমনকি পাশ্চাত্য দেশগুলিতে কর্মসূত্রে বসবাসরত বাঙালিরাও দুর্গাপূজা পালন করে থাকেন। তাই আমরা মনে করি ধর্ম যার যার উৎসব সবার। এবার আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সারাদেশের মত ঠাকুরগাঁও জেলার মধ্যে বালিয়াডাঙ্গী উপজেলা পিছিয়ে নেই। ইতোমধ্যে বাংলাদেশ সরকারে তহবিল থেকে পাঠানো বরাদ্দ প্রতিটি পূজা মন্ডপ কমিটির নিকট হস্তান্তর করা হয়েছে। জাকজমক পুজা উৎসবে আইনসৃংখলা বাহিনীও নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে। উৎসবটি উদযাপনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব রকম সহযোগীতা অব্যাহত রয়েছে। সবাই যেন শান্তিপূর্ন পরিবেশে দুর্গোৎসব উদযাপন করতে পারে সেই কামনা করছি। আমি অালী আসলাম জুয়েল বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান হিসেবে নয় সকলের সুভাকাঙ্থি হিসেবে এবং জনসাধারণের বন্ধু হিসেবে সকলের পাশে আছি। দুর্গোৎসব হয়ে উঠুক প্রাণের উৎসব। আসন্ন দুর্গোৎসবে আগাম শুভেচ্ছ ও অভিনন্দন রইলো। শুভ কামনা।

Please Share This Post in Your Social Media

© News Net 24 BD All rights reserved 2019
Design & Developed BY Hostitbd.Com