শুক্রবার, মার্চ ২৪

যে কারণে টি-টোয়েন্টি সিরিজে নেই ব্রেন্ডন টেলর

নিউজ ডেস্কঃ ওয়ানডে সিরিজের দল ঘোষণা করতে দেরি করেছিল জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেসিডি)। যে কারণে ক্ষুব্ধ হয়েছিলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। টি-টোয়েন্টি সিরিজের বেলায়ও একই কাণ্ড ঘটাল জেসিডি।

আজ (বৃহস্পতিবার) হারারে স্পোর্টস ক্লাবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায় শুরু হচ্ছে তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি।

এই ম্যাচ শুরুর ১৬ ঘণ্টা আগে দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে।

আর সেই দলেই নেই দলের সেরা ব্যাটসম্যান ও দুই ফরম্যাটের অধিনায়ক ব্রেন্ডন টেলর।

করোনা জটিলতায় নিয়মিত অধিনায়ক যোগ দিতে না পারায় টেস্ট ও ওয়ানডেতে অধিনায়কত্বের দায়িত্ব টেলরের ওপরেই বর্তায়। তবে নেতৃত্বটা সুখকর হয়নি।  একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডের সবক’টি হেরেছে আফ্রিকার দলটি।

আর টি-টোয়েন্টি সিরিজে সেই অধিনায়কই থাকছেন না! জেসিডি জানিয়েছে, টি-টোয়েন্টি সিরিজে টেলরের না থাকার বিষয়ের সঙ্গে অধিনায়কত্বে ব্যর্থতার কিছু জড়িত নেই। অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে বিশ্রাম দিয়েছে তারা।
কারণ আগস্টের প্রথম দিন থেকে শুরু হবে জিম্বাবুয়ের আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড সফর। আয়ারল্যান্ড সফরে ৬ থেকে ২৪ আগস্ট পর্যন্ত ৩টি ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টি খেলবে জিম্বাবুয়ে। সেই সিরিজের জন্য দলের এই অভিজ্ঞ তারকাকে বিশ্রামে পাঠিয়েছে বোর্ড।

টেলরের অনুপস্থিতিতে টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেবেন চোট সেরে শেষ ওয়ানডেতে ফেরা অভিজ্ঞ ব্যাটসম্যান সিকান্দার রাজা।

রায়ান বার্ল, রেগিস চাকাভা, টেন্ডাই চাতারা, লুক জঙ্গুয়ে, তিনাশি কামুনহুকামুয়ে, ওয়েলসি মাধেভেরে, তিদাওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, তারিসাই মুসাকান্দা, ব্লেসিং মুজারাবা, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, ডোনাল্ড তিরিপানো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

online casino malaysia online casino malaysia sofa malaysia bed frame malaysia dining table malaysia online furniture malaysia off-page backlink