শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৫:২৯ অপরাহ্ন

News Headline :
ভারতে চিকিৎসা সেবায় সুযোগ সুবিধা প্রদানে যৌথ সভা  অবৈধভাবে চাল মজুদ রাখার অভিযােগে আবারো মিল মালিককে জরিমানা উন্নত মানের কম্বল পেয়ে খুশি দরিদ্র মানুষেরা এক হাজার দরিদ্র মানুষকে শীতবস্ত্র প্রদান করলেন বিজিএমিইএ’র সভাপতি প্রশাসনে বদলীর নির্দেশনায় ঠাকুরগাঁওয়ের চার ওসি, দুই ইউএনও জনপ্রিয় নেতা আলী আসলাম জুয়েলকে নৌকার মাঝি হিসেবে পেতে মড়িয়া ভোটাররা তারেক পাকিস্তান থেকে লোক পাঠিয়ে নৈরাজ্য চালাচ্ছে শান্তি সমাবেশে -যুবলীগ নেতা জুয়েল ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্য সচেতনতায় ফ্রি ডেন্টাল ক্যাম্পেইন টাকার অভাবে চিকিৎসা বন্ধ সাংবাদিক আইনুলের লজ্জা থাকলে আ’লীগে যোগ দিন বিএনপির উদ্দেশ্যে যুবলীগ নেতা-আলী আসলাম জুয়েল

ভারতে করোনা শনাক্তের নতুন রেকর্ড

নিউজ ডেস্কঃ ভারতে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা বেড়ে যাওয়ায় দেশটিতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গত চার দিন ধরে এক লাখ করে ছাড়াচ্ছে এবং তা পর্যায়ক্রমে বাড়ছেই। গত ৬ এপ্রিল দেশটিতে এক লাখ ১৫ হাজার, ৭ এপ্রিল এক লাখ ২৬ হাজার, ৮ এপ্রিল এক লাখ ৩১ হাজার ও ৯ এপ্রিল এক লাখ ৪৫ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে। সেই সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। 

গত ২৪ ঘণ্টায় (১০ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত) ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন এক লাখ ৪৫ হাজার ৩৮৪ জন। এ নিয়ে ভারতে মোট আক্রান্ত হলেন এক কোটি ৩২ লাখ ৫ হাজার ৯২৬ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৭৯৪ জনের। এ নিয়ে ভারতে এক লাখ ৬৮ হাজার ৪৩৬ জনের প্রাণহানি ঘটল। খবর আনন্দবাজার ও এনডিটিভির।

আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় কঠোর হচ্ছে দেশটির প্রশাসন। করোনা নিয়ন্ত্রণে আনতে এরই মধ্যে ভারতে বিভিন্ন রাজ্যে কড়াকড়ি লকডাউন চলছে। রাতে কারফিউও জারি করা হয়েছে। পাশাপাশি টিকাদান কর্মসূচিও ব্যাপকহারে চলছে।

গত ২৪ ঘণ্টায় ভারতে কোভিড টিকা দেয়া হয়েছে ৩৭ লাখ ৪০ হাজার ৮৯৮ জনকে। এ নিয়ে ভারতে নয় কোটি ৮০ লাখ ৭৫ হাজার ১৬০ টিকার ডোজ দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

© News Net 24 BD All rights reserved 2019
Design & Developed BY Hostitbd.Com