প্রিন্ট এর তারিখঃ Jan 31, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 21, 2026 ইং
ভারতে না খেললে বাংলাদেশের বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত

নিরাপত্তাশঙ্কার কারণ দেখিয়ে ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বুধবার (২১ জানুয়ারি) বোর্ড সভায় বসে আইসিসি। সেখানে ২০২৬ আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলার চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বাংলাদেশকে এক দিন সময় দিয়েছে আইসিসি।
নিরাপত্তাশঙ্কায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছিল। এরপর আজ এ নিয়ে আইসিসি বোর্ডসভায় ভোটাভুটি হয়েছে। ভোটে বাংলাদেশের জায়গায় টি–টোয়েন্টি বিশ্বকাপে বিকল্প দল নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিসিবিকে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে এক দিন পর চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। সূত্রের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছেন ক্রিকইনফো।
আইসিসির এই বোর্ড সভায় উপস্থিত ছিলেন পিসিবি চেয়ারম্যান মহসীন নাকভি, বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়াসহ পূর্ণ সদস্য দেশগুলোর অন্যান্য প্রতিনিধিরা। এ সভায় আইসিসির প্রতিনিধিতত্ব করেছেন সংস্থাটির প্রধান নির্বাহী, হেড অব ইভেন্টস ও লিগ্যাল অফিসার।
© newsnet24bd All Right Reserved