• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

থানায় মামলা না নেয়ায় আদালতের আশ্রয় নিল ঠাকুরগাঁওয়ে সন্ত্রাসী শিকার হওয়া পরিবার

সাংবাদিকের নাম / ৩৬ জন দেখেছেন
আপডেট : সোমবার, ১ মার্চ, ২০২১

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে জমিজমা বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার শিকার হয়ে পুরুষহীন থাকা পরিবারের নারী সদস্যগুলো থানায় মামলা দিতে ব্যর্থ হয়ে আদালতে আশ্রয় নিয়েছেন।
সোমবার সন্ত্রাসী হামলার শিকার রেজাউলের স্ত্রী মাসুমা সুলতানা বাদী হয়ে ৮ জনকে আসামী করে ঠাকুরগাঁও বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে মামলাটি দায়ের করেছেন। মামলার আসামীরা হলেন- জেলা শহরের এসিল্যান্ড বস্তির তসলিম উদ্দীনের ছেলে আলম (৪৮) ও তার পাঁচ ভাই আদম আলী (৪৬), আবু সাঈদ (৩২), আবুল হোসেন (৩৮), কাসেম আরী ওরফে মেরুল (৪০) ও সোহেল (২৭)। অপর আসামীরা হলেন আদম আলীর ছেলে শাকিল আহমেদ(২৬), আলমের ছেলে লাবু (২০) । এর আগে গতকাল রবিবার নিরাপত্তা চেয়ে রেজাউলের পরিবারের নারী সদস্যরা ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মামলার বাদী। এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবি মোঃ শেখ ফরিদ জানান, আদালত বিষয়টি আমলে নিয়ে থানায় এজাহারভুক্ত করতে থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.