• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

বিশ্বের সবচেয়ে পাতলা লেন্সের উদ্ভাবক বাংলাদেশি এক বিজ্ঞানী

সাংবাদিকের নাম / ২৩৮ জন দেখেছেন
আপডেট : রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯

ইউনিভার্সিটি অব ইউটাহরের এক দল বিজ্ঞানী স্মার্টফোনের জন্য চুলের চেয়েও হাজার গুণ পাতলা একটি লেন্স তৈরি করেছেন।

এদের মধ্যে বাংলাদেশি বিজ্ঞানী মঞ্জুরুল মিম ফিরোজও রয়েছেন। তিনি বুয়েট থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি নিয়ে আমেরিকার ইউনিভার্সিটি অব ইউটাহতে পিএইচডি করছেন। দলের অন্যান্য সদস্যরা হচ্ছেন- সৌরাংশু ব্যানার্জি, অপ্রতিম মজুমদার, ফার্নান্দো গুয়েভারা ভেসকুয়েজ, ব্যারারডি সেনসাল রদ্রিগেজ ও রাজেশ মেনন। এরা সকলেই ইলেকট্রিক্যাল ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী ছিলেন।

লেন্সের বিষয়ে মঞ্জুরুল মিম ফিরোজ জানান, চুলের চেয়েও হাজার গুণ পাতলা এই লেন্সটি সক্ষমতার দিকে বর্তমানে প্রচলিত লেন্সের সমকক্ষ। মাইক্রোস্ট্রাকচারটিতে রয়েছে ছোট ছোট পিক্সেলের লেন্স। তবে এগুলো একত্রে একটি লেন্স হয়ে কাজ করে।

গ্লাসের বদলে প্লাস্টিক ব্যবহারে লেন্সটির উৎপাদন খরচ কম এবং এই লেন্স ব্যবহার করে স্মার্টফোনের বডি আরও পাতলা করা যাবে। স্মার্টফোন ছাড়াও হালকা ওজনের ড্রোন ও তাপমাত্রা মাপার যন্ত্রে ইমেজিং ক্যামেরা হিসেবে ব্যবহার করা যাবে।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.