নিউজ ডেস্কঃ সৌদি আরব থেকে পাঠানো খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে ঠাকুরগাঁওয়ের দুস্থ্যদের। আজ বুধবার দুপুরে বাদশাহ সালমান হিউম্যানিটারিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার বাংলাদেশ এর উদ্যোগে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের জমিরিয়া ইহইয়াউল উলুম মাদ্রাসা মাঠে চার শতাধিক অসহায় গরীব মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
খাদ্য সামগ্রী হিসেবে প্রত্যেককে ১০ কেজি চাল, ৭ কেজি ডাল , ২ কেজি ভোজ্য তেল, ৩ কেজি চিনি ও ৩ কেজি করে লবন দেয়া হয়।
অনুষ্ঠানে ঠাকুরগাঁও -২ আসনের এমপি আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম, বাদশাহ সালমান হিউম্যানিটারিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের প্রধান কর্মকর্তা ড. তোহা বিন উমর বিন সাদেক আল খতিব, সদস্য উমর মাহদী ওয়াদি, আব্দুল্লাহ আল ওছাইমিন, উপজেলা নির্বাহী অফিসার যোবায়ের হোসেন, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন করোনা পরিস্থিতি মোকাবেলায় সহায়ক হিসাবে সৌদি আরব বাংলাদেশে এগিয়ে এসেছে যা বাস্তবায়ন করেছে বাদশাহ সালমান হিউম্যানিটারিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার। এতে এলাকার দুস্থ্য অসহায় মানুষ অনেকটাই উপকৃত হয়েছে। আমরা চাই সব দেশের সাথে যেন বাংলাদেশের সু-সম্পর্ক বজায় থাকে।