• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম

ঠাকুরগাঁওয়ে চিকিৎসা সামগ্রী চুরি অভিযানে সদর হাসপাতালের কর্মচারি আটক

সাংবাদিকের নাম / ৩৯ জন দেখেছেন
আপডেট : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০

নিউজ ডেস্কঃ সরকারি হাসপাতলের চিকিৎসা সামগ্রী জব্দসহ হাতে নাতে একজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে জেলা প্রশাসনের কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর যৌথ অভিযানে শহরের বন্ধন ডায়াগনষ্টিক সেন্টারের সামনে থেকে তা জব্দ করা হয়।
আটককৃত ব্যাক্তি রুহুল আমীন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তৃত্বীয় শ্রেণী কর্মচারি (হেলথ এডুকেটর) পদে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে সদর হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় আটক আটককৃত ব্যাক্তি কাছ থেকে হাতে নাতে আধুনিক সদর হাসপাতলের চিকিৎসা সামগ্রী হিসেবে স্যালাইন সিরিজ, হেন্ড গ্লোব ও ক্রেপ ব্যান্ডেজ জব্দ করা হয়। যার মুল্য প্রায় ২৭ হাজার টাকা।
আটকের সময় স্থানীয়রা অভিযোগ করে বলেন, সদর হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে বেশিরভাগ ওষুধ ও চিকিৎসা সামগ্রী কিনতে হয় বাহির থেকে। অথচ সরকারি কর্মচারিরা তা বাইরে বিক্রি করছে। এর সাথে হাসপাতালে বর্মকর্তারাও জড়িত আছে বলে দাবি করেন। অবিলম্বে আটককৃত ব্যক্তির মাধ্যমে তা উদঘাটনের দাবি জানিয়ে তাদেরকেও আইনের আওতায় আনার দাবি করেন তারা। এসময় সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এ বিষয়ে নির্বাহী মেজিষ্ট্রেট অমিত কুমার সাহা জানান, বিষয়টি নিয়ে আরো তদন্ত করা হবে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সদর থানা নিয়মিত মামলা রজু করার নির্দেশ দেয়া হয়েছে।
আর সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ রকিবুল আলম জানান, সরকারি চিকিৎসা সামগ্রী কিভাবে হাসপাতাল থেকে চুরি হলো তা খতিয়ে দেখা হবে। এর সাথে কেউ জড়িত আছে কি না তাও তদন্ত করার পাশাপাশি আটককৃত ব্যক্তির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাসহ তার বিরুদ্ধে মামলা করা হবে।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.