• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম

হত্যা মামলায় ঠাকুরগাঁওয়ে এক আসামীর যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত

সাংবাদিকের নাম / ৩৮ জন দেখেছেন
আপডেট : রবিবার, ৪ অক্টোবর, ২০২০

নিউ ডেস্কঃ জমি বিরোধের জেরে হত্যা মামলায় ঠাকুরগাঁওয়ের শহীদুল ইসলাম বুলু নামে এক আসামীর যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। আজ দুপুরে অতিরিক্ত দায়রা জজ এর বিচারক বিএম তারিকুল কবির এ রায় প্রদান করেন। এছাড়া ১১ জনকে খালাস দেয়া হয়েছে।
মামলার অভিযোগে জানা যায়, ২০০৬ সালের ১লা জুন সকালে জমিতে হাল চাষ দিতে যায় সদর উপজেলার রাজাগাঁও গ্রামের রশিদুল ইসলাম। এসময় জমি বিরোধকে কেন্দ্র করে একই এলাকার প্রতিপক্ষ শহিদুল ইসলাম বুলুসহ কয়েকজন মিলে তাকে দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করে। পরে পরিবারের স্বজনরা তাকে উদ্ধার সদর হাসপাতালে ভর্তি করলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করেন কর্তব্যরত চিকিৎসক। পরে সেখানেই মারা যায় রশিদুল। এ ঘটনায় পরবর্তিতে শহিদুল ইসলাম বুলুকে প্রধান আসামী করে মোট ১৩ জনের বিরুদ্ধে মামলা করা হয় পরিবারের পক্ষ থেকে। এ ঘটনায় আজ অতিরিক্ত দায়রা জজ এর বিচারক বিএম তারিকুল কবির সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে শহিদুল ইসলাম বুলুকে যাবজ্জীবন কারাদন্ড ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের জেল দিয়েছেন। অপর আরেকজন আসামী বাহাদুর আলীকে ৬ মাসের জেল ৫শত টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের জেল দেয়া হয়েছে। এছাড়া অভিযোগ প্রমানিত না হওয়ায় বাকি ১১জনকে খালাস দেয়া হয়েছে।
রাস্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট আব্দুল হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.