নিউজ ডেক্সঃ আলোচিত রূপপুর প্রকল্পের বালিশকাণ্ডকে হার মানিয়ে দুর্নীতির নতুন নজির গড়া ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালের পর্দা দুর্নীতির ঘটনা তদন্তে গঠিত ৫ সদস্যের কমিটি কাজ শুরু করেছে।
হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী, ৫ সদস্যের ওই প্রতিনিধি দলটি বুধবার ফরিদপুর মেডিকেল কলেজ ও বৃহস্পতিবার মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। দ্বিতীয় দিনে তারা হাসপাতালের পর্দাসহ ও বিভিন্ন যন্ত্রপাতি পরীক্ষা নিরীক্ষা করে দেখেন। এ সময় তারা জানান, নিয়মিত ব্যবহার না করায় হাসপাতালটির বিভিন্ন যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে।
তদন্ত দলে ছিলেন-দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক মো. শহিদুর রহমান ও ফেরদৌস রহমান, স্বাস্থ্য অধিদফতরের উপ-পরিচালক ডা. মো. জাকির হোসেন ও সহকারী পরিচালক ডা. শফিকুর রহমান এবং সারাদেশে সরকারি হাসপাতালের যন্ত্রপাতি মেরামতকারী একমাত্র প্রতিষ্ঠান ন্যাশনাল ইলেকট্রো ইকুইপমেন্ট মেইনটেইন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টারের (নিমিউ অ্যান্ড টিসি) সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার নাশিদ রহমান।