নিউজ ডেস্কঃ জরুরি ভিত্তিতে কাশ্মীর থেকে ১০ হাজার সেনা সরিয়ে নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার।
জম্মু-কাশ্মীর থেকে আধা সামরিক বাহিনীর সদস্যদের তাৎক্ষণিকভাবে সরিয়ে নিতে বুধবার বিকেলে আদেশ দিয়েছে কেন্দ্র। এসব সদস্যকে তাদের আগের অবস্থানে ফিরিয়ে নেয়া হচ্ছে। ২০১৯ সালের আগস্টে জম্মু-কাশ্মীরে সেনা মোতায়েন করে ভারতের কেন্দ্রীয় সরকার।
সে সময় সংবিধান থেকে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে উপত্যকার বিশেষ মর্যাদা তুলে নিয়ে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়। একই সঙ্গে কয়েকশ রাজনৈতিক নেতাকে বন্দি করা হয়।
এমনকি জনসমাগম, মোবাইল ও ইন্টারনেট সেবাও বন্ধ করে দেয়া হয়। এখনও পুরোপুরি স্বাভাবিক নয় সেখানকার পরিস্থিতি।