নিউজ ডেস্কঃ জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডি-৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া, বনানী কবরস্থানে পরিবারের নিহত অন্য সদস্যদের প্রতিও শ্রদ্ধা জানান তিনি। শনিবার (১৫ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন তিনি।এরপর বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে শোক পালন করেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।করোনার প্রেক্ষাপটে এবারের শোক দিবসের পালিত হচ্ছে সীমিত আয়োজনে। শোক দিবসের ভোরে ৩২ নম্বরে ফুল দিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান বড় মেয়ে ও সরকার প্রধান শেখ হাসিনা। করোনার কারণে এবার প্রধানমন্ত্রীর সঙ্গে মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ সীমিত সংখ্যক কর্মকর্তা ছাড়া কেউ উপস্থিত ছিলেন না। গার্ড অব অনারে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানের প্রতি সম্মান জানানো হয়।
এসময় ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পরে, ১৫ আগষ্টে শহীদ পরিবারের অন্য সদস্যদের শ্রদ্ধা জানাতে বনানী কবরস্থানে যান শেখ হাসিনা। এ সময়, নিহতদের কবরে ফুল ছিটিয়ে ভালোবাসা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর মেয়ে সায়মা ওয়াজেদ।