নিউজ ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রত্যেক দলে একজন লেগ স্পিনার খেলা খেলাতে হবে বলে জানিয়েছেন জানিয়েছেন বিপিএলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সোহেল। সেই সাথে ম্যাচে চার ওভার বলা করা হবে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) শেখ সোহেল সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
এর আগে, আগামী বিপিএলে প্রত্যেক দলে অন্ততপক্ষে একজন করে লেগ স্পিনার রাখার নিয়ম করে দেবে ঘোষণা দেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘আমাদের লেগ স্পিনে কিছু ঘাটতি আছে। ব্যাটিংয়ে আমরা লেগ স্পিনে স্বাচ্ছন্দ্য বোধ করি না । সব দলে অন্তত একজন করে লেগ স্পিনার থাকবে। আমাদের যে কয়জন আছে তাদের সঙ্গে আমরা বাইরে থেকে ভালো স্পিনার আনবো। এটা আমাদের পরিকল্পনা।’