নিউজ ডেস্কঃ র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে যে কোন ধরনের অপরাধী, অপহরণ, মাদক উদ্ধার, অপহৃত ভিকটিম উদ্ধারসহ দেশের শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার করতে সার্বক্ষণিকভাবে তৎপর থাকে এবং অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল তারিখ ০৫ জুলাই ২০২০ খ্রিঃ গভীর রাতে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ৯নং আস্করপুর ইউনিয়নের অন্তর্গত ১নং মুরালীপুর ওয়ার্ডের কসবা টু সুন্দরা পাকা রাস্তার সুইচ গেইট ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে ৮৪৮ (আটশত আটচল্লিশ) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ আসামী মোঃ এরশাদ আলী @ মমিনুল (৩৭), পিতা- মোঃ আমজাদ আলী, সাং-গৌরীপুর পূর্বপাড়া, থানা-কোতয়ালী, জেলা-দিনাজপুর’কে আটক করে। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত আসামী স্বীকার করে যে সে দীর্ঘদিন যাবত অবৈধ মাদক ব্যবসায় জড়িত এবং দিনাজপুর সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করত। উল্লেখ্য যে, উক্ত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় ইতোপূর্বে আরো ০২টি মামলা রয়েছে। র্যাব বাদী হয়ে ধৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে এবং আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
-প্রেস বিজ্ঞপ্তি