• মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৩:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম

একটু দেখাও করতে পারলাম না-এটাই সবচেয়ে কষ্টের: প্রধানমন্ত্রী

সাংবাদিকের নাম / ৪৩ জন দেখেছেন
আপডেট : রবিবার, ১৪ জুন, ২০২০

নিউজ ডেস্কঃ করোনায় বেশি সংক্রমিত এলাকাগুলো ‘লকডাউনের আওতায়’ আসবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
রোববার (১৪ জুন) সকালে জাতীয় সংসদে চলমান বাজেট অধিবেশনের আলোচনায় এ কথা বলেন তিনি।
এ সময় অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখার কথা উল্লেখ করেছেন শেখ হাসিনা। অধিবেশনে সদ্য-প্রয়াত মোহাম্মদ নাসিম ও ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রী বলেন, অপূরণীয় ক্ষতি হলো আওয়ামী লীগ ও দেশের।
প্রধানমন্ত্রী বলেন, জানাজা পড়তে যাওয়া, ফুল দেয়া, পারিবারিকভাবে দেখা করা কিছুই এবার সম্ভব হলো না। পরিবেশটাই অনুকূলে নেই। এটাই সবচেয়ে কষ্টকর। সারা পৃথিবীতেই মৃত্যু আতঙ্ক। আমরা সাধ্যমত চেষ্টা করছি মানুষকে স্বাস্থ্য সচেতন করতে। আবার বাস্তবতা হলো করোনার ভয়ে মানুষকে না খাইয়েও রাখা সম্ভব না। যেসব এলাকায় বেশি সংক্রমণ হয়েছে সেসব এলাকা তাই লকডাউন করে দেয়া হবে।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.