• মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম

স্বাস্থ্যবিধি মেনে ঠাকুরগাঁওয়ে আগামীকাল থেকে দোকানপাট খোলা থাকবে

সাংবাদিকের নাম / ৪৪ জন দেখেছেন
আপডেট : বুধবার, ২৭ মে, ২০২০

নিউজ ডেস্কঃ স্বাস্থ্যবিধি মেনে ঠাকুরগাঁওয়ে আগামীকাল বৃহস্পতিবার থেকে দোকানপাট খোলা থাকবে বলে সিন্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসক সভাকক্ষে প্রশাসন ও ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে এক আলোচনায় এ সিন্ধান্ত হয়। সভায় জানানো হয় আগামীকাল থেকে কাপড়, জুতা, কসমেটিকস এবং রেডিমেড কাপড়ের দোকান পাট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে সকল দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে।
এসময় জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম এর সভাপতিত্বে পুলিশ সুপার জনাব মোহা: মনিরুজ্জামান,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর কুতুবুল আলম, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান জুয়েল, জেলা ব্যবসায়ী কল্যান সোসাইটির সভাপতি মোঃ ফরিদুল ইসলাম ফরিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম স্বপন ও কার্যনির্বাহী সদস্য সন্তোষ কুমার আগরওয়াল উপস্থিত ছিলেন। এছাড়া করোনাভাইরাস বিষয়ে একে অপরকে সহযোগিতাও কামনা করেন তারা।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.