নিউজ ডেস্কঃ ঘূর্ণিঝড় আম্পান আগামীকাল বুধবার (২০ মে) বাংলাদেশে আঘাত হানবে। সন্ধ্যা ৬ টায় এটি উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। দুর্যোগ প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৯ মে) বিকেলে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে অনলাইন ব্রিফিংয়ে একথা জানান প্রতিমন্ত্রী।
তিনি জানান, আগামীকাল ভোর ৬ টার আগেই নাগরিকদের সাইক্লোন শেল্টার সেন্টারে নিয়ে যাওয়া হবে।
ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, উপকূলবাসী যারা ঝুঁকিপূর্ণ ঘরবাড়িতে আছেন, তাদের সাইক্লোন সেল্টারে নিয়ে আসা হবে। আগামীকাল ৬ টার সময় মহাবিপদ সংকেত দেখানো হবে। সংকেত দেখানোর পরে বাড়িঘর থেকে আনার কোন সুযোগ থাকবে না।