নিউজ ডেস্কঃ করোনার প্রাদুর্ভাবের শুরু থেকেই জনসচেতনতা সহ কর্মহীনদের খাদ্য সামগ্রী, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান, ঈদের নতুন কাপড়সহ জীবানুনাশক বিতরণ করে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের দোয়েল সংস্থা নামের একটি সেচ্ছাসেবী সংগঠন।
স্বাস্থ্য বিধি মেনে চলতে জনসচেতনতায় লিফলেট বিতরণ, মাইকিং করা সহ বাড়ি বাড়ি গিয়ে গ্রামের মানুষদের সচেতনও করছেন সংস্থার স্বেচ্ছাসেবীরা।
করোনার প্রভাবে হঠাৎ করে কাজ বন্ধ হয়ে যাওয়া উপার্জনহীনদের খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে স্বেচ্ছাসেবকরা। আদিবাসী দলিত পরিচ্ছতাকর্মীদেরও খাদ্যসামগ্রী বিতরণ করছেন সংস্থাটি। এছাড়া সামাজিক দুরত্ব আর হাট বাজার জনসমাগম কমাতে কাজ করে যাওয়া আনসার ভিডিপি ও গ্রাম পুলিশদের খাদ্য সামগ্রী বিতরণ করেছে তারা। পাশাপাশি হাট বাজার ও পাড়া মহল্লা স্প্রে করে চলেছেন সংস্থার কর্মীরা।
যাতে শিশুরা আনন্দ সহকারে ঘরে থাকতে পারে তাদের মনে যেন কোন প্রভাব না পারে ঘরে আটকে পড়া শিশুদের মনোরঞ্জনে চিত্ত বিনোদনের জন্য শিশুদের মাঝে লুডো, দাবা, রং পেন্সিল, গল্পের বই বিতরণ করেছে সংস্থাটি। বৃদ্ধদের মনোবল বাড়াতে তাঁদের গল্প শোনানো, ধর্মীয় বই বিতরণ করেছে দোয়েল সংস্থাটি। সংস্থার চেয়ারম্যান তারেক হোসেন জানান, স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে জাতীর এই ক্রান্তিকালে আমরা আমাদের সবটুকু দিয়ে দেশ ও জাতীর জন্য কাজ করে যাচ্ছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।