• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

একদিনে বাংলাদেশে করোনা শনাক্তের রেকর্ড ৭৮৬

সাংবাদিকের নাম / ৩৯ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২০

নিউজ ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটি মোট ১৮৩ জনের প্রাণ কেড়ে নিলো। তবে একই সময়ে আক্রান্তের সংখ্যা বেড়েছে উদ্বেগজনক হারে। গত ২৪ ঘণ্টায় সাড়ে পাঁচ হাজারেরও বেশি নমুনা পরীক্ষায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭৮৬ জন। ফলে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০ হাজার ৯২৯ জনে। এরইমধ্যে ঈদ উপলক্ষে দেশের শপিংমল আংশিকভাবে খোলার অনুমতি দেয় সরকার। তবে তার সঙ্গে জুড়ে দেয় ‍কিছু শর্ত। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনাও চলছে। এতে করে করোনার সংক্রমণ বাড়তে পারে বলেও মত দিয়েছেন বিশেষজ্ঞরা।
এদিকে বিশ্বব্যাপী করোনায় শনাক্তকৃত রোগীর সংখ্যা ৩৬ লাখ ছাড়িয়েছে। এছাড়া এতে মারা গেছেন আড়াই লাখেরও বেশি মানুষ।
তবে আশার কথা হচ্ছে, ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর ১২ লক্ষাধিক মানুষ সুস্থ হয়েছেন।
সবচেয়ে বেশি সংক্রমিত যুক্তরাষ্ট্রে ভাইরাসটি শনাক্ত হয়েছে ১২ লক্ষাধিক মানুষের শরীরে। এছাড়া সেখানে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রায় ৭০ হাজার মানুষ মারা গেছেন।

পার্শ্ববর্তী দেশ ভারতে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে ৪৬ হাজারেরও বেশি মানুষের শরীরে। এছাড়া সেখানে করোনার সংক্রমণে মারা গেছেন দেড় সহস্রাধিক মানুষ।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.