নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে আজ করোনায় নতুন করে কেউ আক্রান্ত নেই। তবে করোনা উপসর্গ নিয়ে পীরগঞ্জে এক বৃদ্ধের মৃত হয়েছে। বৃহস্পতিবার রাতে মারা যায় ওই বৃদ্ধ। এ নিয়ে পীরগঞ্জ উপজেলায় কোভিড-১৯ আক্রান্ত হয়েছে ৪ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় আরো ২৬ জনের নমুনা দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেলে পাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার করোনা উপসর্গ নিয়ে জেলার পীরগঞ্জ উপজেলার কোষাবন্দরপাড়া গ্রামের এক বয়স্ক ব্যক্তি অসুস্থ হন। চিকিৎসার জন্য তাঁকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে আরো বেশি অসুস্থ হয়ে পড়লে পাশ্ববর্তী বোচাগঞ্জ হাসপাতালে তাঁকে নিয়ে যান স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুল জব্বার এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, মৃত বয়স্ক ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এ বিষয়ে সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার জানান, আমরা নিয়মিত নমুনা সংগ্রহ করছি। আজ নতুন করে কেউ সনাক্ত হয়নি । গেল ২৪ ঘন্টায় আরো ২৬ জনের নমুনা দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।