• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

প্রধানমন্ত্রী সংকটেও সম্ভাবনা দেখতে পান: কাদের

সাংবাদিকের নাম / ৪৩ জন দেখেছেন
আপডেট : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংকটের মধ্যেও সম্ভাবনা দেখতে পান। সততা ও সাহসই হচ্ছে তার শক্তির উৎস।
রোববার (২৬ এপ্রিল) সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন সেতুমন্ত্রী।
বিএনপি করোনা নিয়েও পুরনো নালিশের রাজনীতি শুরু করছে উল্লেখ করে কাদের বলেন, করোনা নিয়ে সরকার নাকি তথ্য গোপন করছ। কী গোপন করছে তা পরিষ্কারভাবে বলা উচিত ছিল মির্জা ফখরুলদের। করোনা সংকট একটি বৈশ্বিক দুর্যোগ, এখানে তথ্য লুকোচুরির কোনো বিষয় নেই। বর্তমান বিশ্বে তথ্য লুকোচুরির কথা হাস্যকর বলেও মন্তব্য তার।
কাদের আরও বলেন, এ সংকট মোকাবিলায় সরকার দিনরাত পরিশ্রম করে যাচ্ছে, এটাই বিএনপির গাত্রদাহের কারণ।
বিএনপিকে এ দুর্যোগে ইতিবাচক রাজনীতি করার আহ্বান জানিয়ে তিনি বলেন, গুজব নির্ভর ও নেতিবাচক রাজনীতি পরিহার করুন।

করোনা যুদ্ধে যারা সাহসীকতার সঙ্গে জীবন বাজি রেখে মাঠে কাজ করছেন তাদের ধন্যবাদ জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সেতুমন্ত্রী বলেন, রমজান মাসে এক শ্রেণির মুনাফাখোর ও মজুতদার বাজার অস্থিতিশীল করতে চায়। সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ার করেন তিনি।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.