তারিখ : ৮ এপ্রিল ২০২০
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুিজবুর রহমানের আত্মস্বীকৃত খুনী ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী ক্যাপ্টেন ( বরখাস্ত) আব্দুল মাজেদ ৪৫ বছর পর আইন শৃঙ্খলা বাহিনীর নিকট ধরা পরেছে সে জন্য আমরা আইন শৃংখলা বাহিনীর সদসদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা আশা করি বাকীরাও যারা বিদেশে পালিয়ে আছে তাদেরও দেশে ফিরিয়ে এনে ফাঁসির দন্ড কার্যকরী করে জাতিকে কলংকমুক্ত করা সম্ভব হবে।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যদের ১৯৭৫ সালের ১৫ আগষ্ট রাতে ধানমন্ডির ৩২ নম্বরে নির্মম হত্যাকান্ডে অংশ নেয় ক্যাপ্টেন মাজেদ সহ স্বাধীনতা বিরোধী চক্র। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে ২০১০ সালের ২৮ জানুয়ারি মৃত্যুদন্ডপ্রাপ্ত ১২ জন আসামীর মধ্যে ৫জন আসামীর মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে। দীর্ঘ ৪৫ বছর পর আব্দুল মাজেদ গ্রেফ্তার হওয়ায় মুজিব জন্মশতবর্ষের সেরা উপহার বলে মনে করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ঠাকুরগাঁ জেলা শাখা।
খুনি আব্দুল মাজেদের ফাঁসি কার্যকরের পশাপাশি পলাতক মৃত্যুদন্ড প্রাপ্ত বাকি ৫ জন আসামীকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবী জানানো হয়।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ঠাকুরগাঁও জেলা শাখার পক্ষে আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান এবং সদস্য সচিব সুচরিতা দেব যৌথ বিবৃতিতে ফাঁসির দন্ডপ্রাপ্ত ঘাতক আব্দুল মেজদের ফাঁসির রায় দ্রুত কার্যকর করার জন্য সরকারের প্রতি দাবী জানিয়েছে।
বীর মুক্তিযোদ্ধা আব্দুণ মান্নান সুচরিতা দেব
আহবায়ক সদস্য সচিব
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি , ঠাকুরগাঁও জেলা শাখা।