নিউজ ডেস্কঃ ঢাকাসহ বিভিন্নস্থান থেকে যাত্রী নিয়ে ঠাকুরগাঁওয়ে আজও প্রবেশ করেছে ১৪টি যানবাহন। খবর পেয়ে ভোর রাতে ১৪টি যানবাহন যাত্রীসহ আটক করে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।
উপজেলঅ নির্বাহী অফিসার জানান, যানবাহনের মধ্যে ১টি নৈশ কোচ ১টি এম্বুলেন্স ৪টি মাইক্রোবাস ৫টি পিকভ্যান ৩টি প্রাইভেট কার যোগে ঢাকা, নারায়নগঞ্জ, মাদারিপুরসহ বিভিন্নস্থান থেকে শতাধিক যাত্রী নিয়ে ঠাকুরগাঁওয়ে প্রবেশ করে। এসময় খবর পেয়ে পুলিশের সহায়তা নিয়ে যানবাহনগুলো আটক করা হয়।
পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রত্যেক গাড়ি চালককে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করেন। আর আটককৃত যানবাহনগুলো পুলিশের হেফাজতে দেয়া হয়। পরে পুলিশ যানবাহনগুলো পুলিশ লাইনে আটক রেখেছে।
অপরদিকে যাত্রীদের জেলা যুব উন্নয়ন কেন্দ্রের হোস্টেলে হোমা কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। তাদের স্বাস্থ্য পরিক্ষার পর তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত করণীয় নিবে প্রশাসন।
স্থানীয়দের দাবি, সরকারের নিষেধাজ্ঞার পরও এভাবে মধ্যরাত থেকে দেশের বিভিন্নস্থান থেকে যানবাহনে করে সাধারণ মানুষ প্রবেশ করছে। এতে করোনা ঝুঁকি বেড়েই চলছে। এখনি ঠাকুরগাঁও জেলা লকডাউন করা না হলে আমরা কোনভাবেই এ মহামারি থেকে রক্ষা পেতে পারবো না।
এ বিষয়ে জেলা প্রশাসক ডাঃ কেএম কামরুজ্জামান সেলিম জানান, বাহির থেকে কোন যানবাহন পবেশ করলে তাদের লাইসেন্স বাতিল করা হবে। আর লকডাউনের বিষয়ে আমরা দ্রুত সিদ্ধান্ত নিতে যাচ্ছি বলে নিশ্চিত করেন তিনি।