নিউজ ডেস্কঃ বিদেশ থেকে ফেরার পর সরকারি নির্দেশনা মেনে হোম কোয়ারেন্টাইন শেষ করেই হতদরিদ্র ও অসহায় মানুষদের পাশে দাড়িয়েছেন ঠাকুরগাঁও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন।
সোমবার তিনি রাণীশংকৈল উপজেলার কাশিপুর ও বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের ৩’শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ করেন।
খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণকালে তিনি বলেন, ঠাকুরগাঁও-২ আসনের এমপি আলহাজ্ব মো. দবিরুল ইসলামের নির্দেশনায় ব্যক্তিগত তহবিল থেকে এসব সহযোগিতা প্রদান করা হচ্ছে। এলাকার কোন মানুষকে না খেয়ে থাকতে হবে না, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এমপি সাহেবের নির্দেশনায় আমরা মানুষের পাশে থাকবো।
তিনি আরো বলেন, গত কয়েকদিনে নেতাকর্মীদের দিয়ে প্রায় ২ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌছে দেয়া হয়েছে। আরও আড়াই হাজার পরিবারকে খাদ্যসামগ্রী পৌছে দেয়ার জন্য প্রস্তুত করা হয়েছে। এছাড়াও এ কার্যক্রম পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান রাখার নির্দেশনা দিয়েছেন এমপি সাহেব।
বিতরণের সময় উপজেলা তাঁতীলীগের সভাপতি সাদেকুর ইসলাম, ভানোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহাব, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি জাহাঙ্গীর আলম, লাহিড়ী ডিগ্রী কলেজের প্রভাষক সুজন ঘোষ, বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী মিঞা, কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুস আলী মাস্টার, সাধারণ সম্পাদক ফজলুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক মাহফুজুর রহমান, কাশিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।