নিউজ ডেস্কঃ করোনা সন্দেহে ঠাকুরগাঁওয়ের ৫ উপজেলা থেকে জ্বর, সর্দি, কাশি, গলা ব্যাথা ও শ্বাসকষ্টে আক্রান্ত ১৪ ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নীরিক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার এসব সংগ্রহ নমুনা পাঠানো হয় বলে শুক্রবার দুপুরে নিশ্চিত করেন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ রকিবুল আলম। ১৪ জনের মধ্যে একজন বিদেশ ফেরত। তবে বিদেশ ফেরত ওই ব্যক্তি বাড়ীতে আসার প্রায় ৩০ দিন হয়েছে।
তিনি বলেন, জ্বর সর্দি, কাশি, গলা ব্যাথা ও আক্রান্ত হওয়া রোগীরা নিজে থেকেই করোনা পরীক্ষার জন্য আগ্রহ প্রকাশ করলে স্থানীয় স্বাস্থ্য বিভাগ থেকে মেডিকেল টিম পাঠিয়ে তাদের নমুনা করা হয়। পাশাপাশি তাদেরকে পরিবারের সদস্যদের থেকে আলাদা নিজ নিজ বাড়ীর হোম কোয়ারেইন্টেনে থাকতে হয়েছে। তবে আতঙ্কের কিছু নেই আমরা জ্বর সর্দি, কাশি, গলা ব্যাথা ও আক্রান্ত রোগীদের ভয় কাটাতেই তাদের নমুনা সংগ্রহ করেছি পরিক্ষার জন্য। তাই সকলকে দুরত্ব বজায় রেখে সর্তক থাকার পরামর্শ দেন তিনি
স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, নমুন পরীক্ষার ফলাফল আগামীকাল শনিবার অথবা রবিবার পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে ঠাকুরগাঁওয়ের ৫টি উপজেলায় সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য সারাদিনের মধ্যে মাত্র ৪ ঘন্টা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত গ্রহন করেছে স্থানীয় প্রশাসন। এছাড়াও মসজিদগুলোতে শুধুমাত্র ফরজ নামাজ আদায় করতে নির্দেশনা প্রদান করে মাইকিং করেছে ঠাকুরগাঁও জেলা ইসলামি ফাউন্ডেশন।