নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে আইসোলেশনে থাকা একই পরিবারের ৫ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন বলে নিশ্চিত করেছেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার। আজ বুধবার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দিলে তারা বাড়ি ফিরে যান বলে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ রকিবুল আলম।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে আইইডিসআর এর বরাত দিয়ে নমুনা পরীক্ষার কথা ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম জানান তারা কেউ করোনায় আক্রন্ত নন।
এর আগে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ওই পরিবারের ৫ সদস্যকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসোলেশনে পাঠান ঠাকুরগাঁও প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। সেখানে গেল রোববার তাদের রক্ত-কফসহ নমুনা সংগ্রহ করে ঢাকার রোগতত্ব ও রোগ নিয়ন্ত্রণ গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
পর দিন তাদের রামেক থেকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ফেরত পাঠালে হাসপতালের আইসোলেশনে ভর্তি করা হয়। তারা সুস্থ্য হয়ে আজ তাদের ছাড়পত্র দেন হাসপাতাল কর্তৃপক্ষ।
এ বিষয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ রকিবুল আলম বলেন, যে ৫ জন আইসোলেশনে ভর্তি ছিল তারা এখন সবাই সুস্থ্য। তাদের ছাড়পত্র দেয়া হয়েছে এবং তারা সবাই বাড়ি ফিরে গেছে। তবে তাদেরকে নিয়ে এলাকাবাসি যেন আতঙ্কিত না হয় এ বিষয়ে পরামর্শ দিয়েছেন এই চিকিৎসক।