• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

বাংলাদেশ এখন সম্পূর্ণ উপযুক্ত: প্রধানমন্ত্রী

সাংবাদিকের নাম / ২০৬ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯

নিউজ ডেক্সঃ বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ ও সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) ওয়ার্ল্ড ইকনোমিক ফোরাম আয়োজিত ইন্ডিয়া ইকনোমিক সামিটে যোগ দিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী। ইন্ডিয়া সামিটে অংশগ্রহণ শেষে স্থানীয় সময় বিকেলে বাংলাদেশ হাইকমিশনের আয়োজনে সংবর্ধনা সভায় যোগ দেওয়ার কথা রয়েছে ভারত সফররত প্রধানমন্ত্রীর।

স্থানীয় সময় বেলা ২টায় সম্মেলনে দিল্লির হোটেল তাজ প্যালেসে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে সম্মেলনের ‘বাংলাদেশ নিয়ে কৌশলগত সংলাপ’ শীর্ষক সেশনে অংশ নেন তিনি। ইন্ডিয়া সামিটে অংশগ্রহণ শেষে বিকেলে বাংলাদেশ হাইকমিশনের আয়োজনে সংবর্ধনায় যোগ দেয়ার কথা রয়েছে তাঁর। এই সফরে, শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকের পর, দুই দেশের মধ্যে অন্তত ১০টি চুক্তি-সমঝোতা সই হবে বলে আশা করা হচ্ছে।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.