• মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৯:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম

ঠাকুরগাঁওয়ের একই পরিবারের ৫ জনকে রংপুর মেডিকেলে প্রেরন

সাংবাদিকের নাম / ৪৪ জন দেখেছেন
আপডেট : শনিবার, ২৮ মার্চ, ২০২০

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার চিলারং ইউনিয়নে আড়াই বছরের এক শিশুসহ একই পরিবারের ৫ জন জ্বর ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়েছেন। স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের লোকজন তাদেরকে শনিবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজে পাঠিয়েছেন।
ঠাকুরগাঁও সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রকিবুল আলম বিয়ষটি নিশ্চিত করেছেন।
জানা যায়, গত শুক্রবার রাতে ঢাকা থেকে ট্রেন যোগে শরীরে জ্বর থাকাবস্থায় শনিবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নে তার নিজ বাসায় আসেন ওই পরিবারের কর্মক্ষম ব্যাক্তি। বাসায় আসার পর তার শরীরে জ্বরের তীব্রতা আরও বেড়ে যায়। এর সঙ্গে শ্বাসকষ্ট ও পাতলা পায়খানা শুরু হয়। একই সমস্যা তার স্ত্রী ও ছোট্ট শিশু সন্তানটিরও।
আক্রান্ত হওয়া ব্যক্তির বরাতে স্থানীয় স্বাস্থ্য বিভাগ জানান, ঢাকা থেকে ফেরার পূর্বে সেখানে লোকজনের সাথে একটি পিকনিকে অংশ নিয়েছিলেন ওই আক্রান্ত ব্যক্তি। পিকনিকে অংশ নেয়া ব্যক্তিদের মধ্যে কারো সংস্পর্শে আসার পরই তিনি জ্বরে আক্রান্ত হন।
ঠাকুরগাঁও সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রকিবুল আলম জানান, স্থানীয়দের নিকট খবর পেয়ে শনিবার বিকালে স্বাস্থ্য বিভাগের লোকজন ওই পরিবারের ৫ জনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর মেডিকেল টিম তাদের স্বাস্থ্য পরীক্ষা-নীরিক্ষা শেষে আইইডিসিআর এর সাথে যোগাযোগ করে তাদের নির্দেশনায় সন্ধ্যার পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।
তিনি আরও বলেন, এদের মধ্যে ঢাকা থেকে ফেরত আসা ব্যক্তি গুরুতর অসুস্থ তার দুই বছরের শিশু ও স্ত্রীর গায়ে সর্দি, জ্বর রয়েছে। ওই পরিবারের আরও দুজন তাদের সংস্পর্শে থাকার কারণে তারাও অসুস্থ্য হয়েছেন বলে জানান তিনি।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.