নিউজ ডেস্কঃ পদ্মা সেতুর ৪২তম পিলারের মধ্যে ৪১তমর কাজ শতভাগ শেষ হয়েছে। বাকি একটি পিলারের কাজও শেষ হবে আগামী মাসে।
সোমবার (১৬ মার্চ) মধ্যরাতে এ পিলারটির কাজ শেষ হয়। নদীর জাজিরা প্রান্তে ২৭ নম্বর এ পিলারের নির্মাণ কাজ শেষ হওয়ার মধ্য দিয়ে ৪১ নম্বর পিলারের কাজ শেষ হলো।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালের ১২ ডিসেম্বর ৬ নম্বর পিলারের কাজ উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় পদ্মা সেতুর নির্মাণ কাজ। পরে ১৪টি পিলারে নকশা জটিলতা তৈরি হলে কাজের অগ্রগতি ব্যাহত হয়। তবে দীর্ঘ দেড়বছর পর এ জটিলতার সমাধান হলে আবারও গতি আসে সেতুর কাজে।
৪২তম পিলারের মধ্যে বর্তমানে বাকি আছে শুধু ২৬ নম্বর পিলারের কাজ। আগামী ১৫ এপ্রিলের মধ্যে সেটিও শেষ করার ব্যাপারে আশাবাদী প্রকল্প কর্তৃপক্ষ।
সেতুতে এখন পর্যন্ত ২৬টি স্প্যান বসেছে। ২৭ নম্বর স্প্যানটি বসবে চলতি মাসের ৩১ তারিখ।