নিউজ ডেস্কঃ শরীরে তাপমাত্রা বেশি থাকায় ঢাকায় বিমানবন্দর থেকে দেশে আশা এক প্রবাসী বাংলাদেশিকে কুয়েত মৈত্রী হাসপাতালে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) হযরত শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেন।
তিনি বলেন, বিমানবন্দরে মুহূর্তে যাত্রীদের পরীক্ষার জন্য চারটি থার্মাল স্ক্যানার কাজ করছে। পাশাপাশি মোট চারটি হেলথ ডেস্কও স্থাপন করা হয়েছে। আজ একজনের শরীরে তাপমাত্রা কিছুটা বেশি ছিলো। তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।