• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম

করোনায় ইরানের এক শহরেই ৫০ জনের মৃত্যু!

সাংবাদিকের নাম / ৪১ জন দেখেছেন
আপডেট : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্কঃ ইরানে করোনা ভাইরাসে এখন পর্যন্ত ৫০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা ইলনার বরাত দিয়ে এবিসি নিউজ জানিয়েছে, ১৩ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত শুধুমাত্র কোম শহরে ৫০ জনের মৃত্যু হয়েছে।

এদিকে কোম শহরের এক সরকারি কর্মকর্তা আহমাদ আমিরিয়াবাদি ফারাহানি জানান, শহরটিতে ২৫০ নাগরিককে কোয়ারেনটাইন ব্যবস্থায় রাখা হয়েছে।

এদিকে ইরানে করোনার প্রভাব ঠেকাতে বেশ কয়েকটি প্রদেশের স্কুল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

অন্যদিকে ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে বেশ কয়েকটি প্রতিবেশী দেশ। এদিকে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত ও বাহরাইনে করোনা রোগী শনাক্তের খবর পাওয়া গেছে।

বাহরাইনের রাষ্ট্রীয় গণমাধ্যম তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানায়, ইরান থেকে আসা এক নাগরিকের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। অন্যদিকে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে তাদের রাষ্ট্রীয় গণমাধ্যম কুনা নিউজ এজেন্সি জানায়, দেশটির ৩ নাগরিকের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.