নিউজ ডেস্কঃ বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৪টি বোটসহ শ্রীলংকার ২৪ নাগরিককে আটক করেছে নৌবাহিনী। বঙ্গোপসাগর থেকে আটকের পর তাদের চট্টগ্রামের পতেংগা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তবে আটককৃতদের দাবি, ভুল করেই তারা বাংলাদেশের জলসীমায় ঢুকেছিল। আটককৃত ২৪ জনের বিরুদ্ধে পতেংগা থানায় বৈদেশিক নাগরিক সম্পর্কিত আইনে দায়েরকৃত মামলার অভিযোগে বলা হয়েছে, ১৮ ফেব্রুয়ারি গভীর বঙ্গোপসাগরে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ওমর ফারুক ৪টি ফিশিং বোট আটক করে। ৪টি বোটে তল্লাশি চালিয়ে আটক করা হয় শ্রীলংকার ২৪ নাগরিককে। তারা মূলত বাংলাদেশ জলসীমায় ঢুকে অবৈধভাবে মাছ শিকার করছিল।
পতেংগা থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লা আল হারুন বলেন, ‘রাতেই নৌবাহিনী ২৪ জনকে আমাদের কাছে বুঝিয়ে দিয়েছে। এ ঘটনায় মামলাও হয়েছে। এখন তাদের বিরুদ্ধে আদালত ব্যবস্থা নিবে। শ্রীলংকার নাগরিক আটক হওয়ার বিষয়টি বাংলাদেশস্থ শ্রীলংকান হাইকমিশনকে অবহিত করা হয়েছে। পরবর্তীতে তাদের এক প্রতিনিধি আটককৃতদের সাথে কথা বলেন।
শ্রীলংকান এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হেতারচি কাপিলা ইশান্ত বলেন, ‘হাইকমিশনের পক্ষ থেকে বিষয়টি আমাকে দেখতে বলা হয়েছে। তাদের সাথে কথা বলে বুঝলাম বিপদে পড়েই তারা বাংলাদেশে ঢুকে পড়েছিল। পুলিশেই ২৪ জনের খাওয়ার ব্যবস্থা করেছে। তারা এতেই খুশি। তবে, আটকৃতরা দাবি করছে, সাগরে তাদের নৌকার তেল শেষ হয়ে গিয়েছিল। ভাসতে ভাসতে তারা বাংলাদেশ জলসীমায় ঢুকে যায়। ২৪ জনকেই দুপুরের পর আদালতে পাঠিয়েছে পুলিশ। পরে তাদের কারাগারে পাঠানো হয়।