• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

ভয়াবহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

সাংবাদিকের নাম / ৫৭ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্কঃ চলে এসেছে বসন্ত। শনিবার (১৫ ফেব্রুয়ারি) ফাল্গুনের দ্বিতীয় দিন। গাছে গাছে এখন আমের মুকুল। চারদিকে বইছে ফুলের সুভাস।

তবে খুব শিগগিরই বাগড়া দেবে বৃষ্টি। সঙ্গে বাড়বে দিনের তাপমাত্রা। এমনটাই আভাষ আবহাওয়া দপ্তরের।

আবহাওয়া অফিস জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসের আবহাওয়ার দীর্ঘমেয়াদি যে পূর্বাভাস দিয়েছে, তাতে বলা হয়েছে মার্চ মাসেই তাপমাত্রা উঠবে ৩৮ ডিগ্রিতে। সঙ্গে মার্চেই হবে প্রবল কালবৈশাখী ও বজ্রঝড়।

ফেব্রুয়ারি মাসের শেষাংশের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়তে পারে। এ ছাড়া দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে ১ থেকে ২ দিন বজ্রঝড় হতে পারে।

মার্চ মাসের পূর্বাভাসে বলা হয়, এ মাসে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ১ থেকে ২ দিন মাঝারি,তীব্র কালবৈশাখী,বজ্রঝড় এবং দেশের অন্যত্র ২ থেকে ৩ দিন হালকা থেকে মাঝারি কালবৈশাখী বজ্রঝড় হতে পারে।

এ ছাড়া মার্চ মাসের দিনের তাপমাত্রা ক্রমান্বয়ে বেড়ে প্রায় ৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিক) হতে পারে। তবে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.