• বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৮:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সফল করতে ইতালীতে সভা

সাংবাদিকের নাম / ৩১ জন দেখেছেন
আপডেট : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২০

জাকির হোসেন সুমন , ব্যুরো চিফ ইউরোপ : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কে সামনে রেখে ইতালীর ভেনিস বাংলা স্কুলে সভা অনুষ্ঠিত হয় । সভায় মহান ২১ শে ফেব্রুয়ারী ভাষা দিবসে ভেনিস বাংলা স্কুল বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে । ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার এর সভাপতিত্বে সভায় আলোচনায় অংশ নেন ভেনিস বাংলা স্কুলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রুনু আক্তার , এম ডি আক্তার উদ্দিন , পলাশ রহমান , নাসির উদ্দিন পান্না , হান্নান মিয়া , , সোহেলা আক্তার বিপ্লবী , ফখরুল চৌধুরী , আমির হোসেন , নুরে আলম , সুরাইয়া আক্তার , দিলরুবা জামান , আব্দর রহমান , মেহেরুন নেছা মলি , মো লিটন মিয়া , রিয়াজুল , আফসারী খানম রিক্তা প্রমূখ। সভায় স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার বলেন রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালী আসলে বিভিন্ন বিষয়ে ইতালীর প্রদানমন্তী , খ্রিষ্ট্রধর্মের প্রধান পোপ ও ব্যাবসায়ীদের সাথে আলোচনা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ভেনিস বাংলা স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ জানান এবং তিনি আশা করেন আগামীতে ইতালীতে বেরে উঠা ২ য় প্রজন্মের শিক্ষা বিষয়ে চুক্তির প্রস্তাব রাখেন এ দেশের সরকারের সাথে।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.