• বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

জুসেপ্পে কন্তের আমন্ত্রণে ইতালিতে প্রধানমন্ত্রী

সাংবাদিকের নাম / ৩৩ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০

চার দিনের সরকারি সফরে ইতালির পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তের আমন্ত্রণে স্থানীয় সময় বিকেল চারটায় রোমের লিওনার্দো দা ভিঞ্চি বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। তার এ সফর ঘিরে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তের আমন্ত্রণে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) চার দিনের সরকারি সফরে রোমে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশীদের এক গণসংবর্ধনায় তার বক্তব্য রাখার কথা রয়েছে।

এ সফরে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও রোমে বাংলাদেশের স্থায়ী দূতাবাস ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শেখ হাসিনা। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জানান, প্রধানমন্ত্রীর এ সফর দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করবে।

এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ইউরোপের বিভিন্ন দেশ থেকে দলীয় নেতাকর্মীরা রোমে আসতে শুরু করেছেন। ব্যস্ত রয়েছেন স্থানীয় নেতাকর্মীরাও।

আগামী ৭ ফেব্রুয়ারি বাংলাদেশের উদ্দেশ্যে ইতালি ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.