• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

সুরক্ষিত সীমান্ত ও মাদক মুক্ত বিষয়ে আলোচনা

সাংবাদিকের নাম / ২৩০ জন দেখেছেন
আপডেট : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯

নিউজ ডেক্সঃ বিজিবি সদস্যদের দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) কর্তৃক ব্যাটালিয়ন সদরের সুবেদার মেজর কাজী মুদ্দিন মিলনায়তনে “সুরক্ষিত সীমান্ত ও মাদক মুক্ত বিষয়ে রোববার এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সীমান্ত সুরক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ, মাদক মুক্ত, মাদকদ্রব্য সনাক্তকরণ ও তল্লাশী পদ্ধতি, সাক্ষ্য পদ্ধতি ও ক্রটি সমূহ এবং মাদকের বিষয়ে বাংলাদেশ সরকারের জিরো টলারেন্স নীতি ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়াদীর উপর সরকারের বিভিন্ন সংস্থা/প্রতিষ্ঠানের দক্ষ ও অবিজ্ঞ কর্মকর্তা/প্রতিনিধি কর্তৃক আলোচনা করা হয়।
সভায় সার্বিক দায়িত্ব পালন করেন, ঠাকুরগাঁও ব্যাটালিয়ন এর অধিনায়ক, লেঃ কর্নেল এস এন এম সামীউন্নবী চৌধুরী, পিবিজিএম, পিবিজিএমএস। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল মোহাম্মদ সামছুল আরেফীন, পিএসসি, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, ঠাকুরগাঁও। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জজ আদালতের বিচারক, জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার প্রমুখ,


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.